জনতা কারফিউতেও স্বাভাবিক মহদীপুর আন্তর্জাতিক স্থলবন্দরে রপ্তানি
হক নাসরিন বানু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:৩৩ এএম, ২৪ মার্চ ২০২০ মঙ্গলবার
জনতা কারফিউতেও স্বাভাবিক মহদীপুর আন্তর্জাতিক স্থলবন্দরে রপ্তানি প্রক্রিয়া।
: জনতা কারফিউকে তোয়াক্কা না করে স্বাভাবিকভাবেই ভারত-বাংলাদেশ সৃমান্ত মহদীপুর আন্তর্জাতিক স্থলবন্দরে রপ্তানি প্রক্রিয়া। । কার্যত প্রধানমন্ত্রীর এই আবেদনকে উপেক্ষা করেই প্রতিদিনের মত আজকেও রপ্তানি প্রক্রিয়া সচল রইল আন্তর্জাতিক এই স্থল বন্দর দিয়ে। তবে অন্যান্য দিনের তুলনায় আজ পণ্যবাহী গাড়ির সংখ্যা তুলনামূলকভাবে কিছুটা কম ছিল। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা তথা বিজেপি নেতা উত্তম ঘোষ জানান, করোনা ভাইরাস নিয়ে যথেষ্ট সচেতন কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার। গ্রহণ করা হয়েছে একাধিক পদক্ষেপ। করোনা মোকাবিলায় আজ গোটা দেশজুড়ে জনতা কারফিউর আবেদন করেছিলেন প্রধানমন্ত্রী। রবিবার যেখানে ভারতবর্ষের বেশিরভাগই স্থলবন্দর বন্ধ রয়েছে সেখানে খোলা রয়েছে মহদীপুর আন্তর্জাতিক স্থল বন্দর। তিনি অভিযোগ করে বলেন এই বন্দর দিয়ে প্রতিদিন ভারতবর্ষের বিভিন্ন রাষ্ট্র থেকে পণ্যবাহী গাড়ি আসে।
মহারাষ্ট্র থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্র থেকে চালকরা পণ্য বোঝাই করে নিয়ে আসেন। বর্তমানে মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা বেশি দেখা দিয়েছে। তারা যদি কেউ এই ভাইরাসে আক্রান্ত থাকে তাহলে সীমান্তে থাকা সমস্ত চালক এবং কর্তব্যরত যারা কর্মী রয়েছেন তারাও আক্রান্ত হবেন। তাই তিনি মনে করেন অন্তত পক্ষে আজকের দিন টা বন্ধ রাখা দরকার ছিল মহদীপুর স্থলবন্দরে আমদানি-রপ্তানির প্রক্রিয়া।