রোববার   ১৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিষেধাজ্ঞা সতর্কতা উড়িয়ে পিকআপ ভ্যানে গাদাগাদি করে শ্রমিক

সংবাদদাতা মালবাজার

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:২৪ পিএম, ২১ মার্চ ২০২০ শনিবার

 নিষেধাজ্ঞা সতর্কতা উড়িয়ে পিকআপ ভ্যানে গাদাগাদি করে শ্রমিক পরিবহন চলছে। 
 করোনা নিয়ে দেশ জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। ভীড় এড়াতে ডাক্তার ও বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন। দেশের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী ভীড় ও জমায়েত এড়াতে বার বার বলছেন। সেইসব সতর্কতা ও পরামর্শ উড়িয়ে ডুয়ার্সের চাবাগান গুলিতে পিকআপ ভ্যানে গাদাগাদি ঠাসাঠাসি করে শ্রমিক পরিবহন চলছে। এই দৃশ্য বছরের অন্যান্য সময়ের মতো শনিবার চরম সতর্কতার মাঝেও ডুয়ার্সের বিভিন্ন জায়গায় দেখা গেল।  
ডুয়ার্সে বেশকিছু চাবাগান বন্ধ ও রুগ্ন রয়েছে। সেইসব চাবাগানের শ্রমিকরা কাজের ধান্দায় অন্য চাবাগানে যায়। সারা বছর এইসব শ্রমিকদের পিকআপ ভ্যানে চাপিয়ে এক বাগান থেকে অন্য চাবাগানে নিয়ে যাওয়া হয়। চরম সতর্কতার মাঝেও শনিবার সোনগাছি, কিলকোট, রানীচেরা সহ বেশকিছু চাবাগানে এই দৃশ্য দেখা গেছে। এনিয়ে জানতে চাওয়া হলে এক চাবাগান কর্তৃপক্ষ জানান, বিভিন্ন সংস্থ এই পরিবহনের কাজ করে। আমরা তাদের বরাত দেই। তারাই এবিষয়ে বলতে পারবে।  
এনিয়ে জানতে চাওয়া হলে মাল মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ চক্রবর্তী বলেন, বর্তমান সময়ে এই বিষয়ে সর্বত্র সতর্কতা নেওয়া হচ্ছে। আমরা প্রশাসনের পক্ষ থেকে চাবাগান গুলির ম্যানেজারদের বলছি এভাবে যেন মানুষ পরিবহন না করে। তাদের আমরা সচেতন করছি। এখন পরিস্থিতি অনুয়ায়ি সবাইকে সতর্ক হয়ে ভীড় এড়িয়ে চলা উচিত। এটা চাবাগান গুলিকে বোঝাচ্ছি।