পিকের স্মরণে শোক সভা ধুপঝোড়ার এক রিসোর্টে
সংবাদদাতা মালবাজার
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:২০ পিএম, ২১ মার্চ ২০২০ শনিবার
পিকের স্মরণে শোক সভা ধুপঝোড়ার এক রিসোর্টে।
কিংবদন্তি ভারতীয় ফুটবলার পি কে ব্যানার্জির সাথে জলপাইগুড়ি জেলা ও ডুয়ার্সের যোগাযোগ দীর্ঘদিনের। বিভিন্ন সময়ে একাধিক অনুষ্ঠানে ডুয়ার্সের মাল, মেটেলি এলাকায় এসেছেন। শুক্রবার তার মৃত্যুতে শোকের ছায়া নেমে পড়লো মেটেলি ব্লকের বাতাবাড়ির রেইন ফরেস্ট রিসোর্টে।শুক্রবার রাতে রিসোর্টে এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে ওনার মৃত্যুর জন্য শোক জ্ঞাপন করা হয়।রিসোর্টের কর্মীরা উনার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্প প্রদান করেন।উনার আত্মার শান্তির জন্য একমিনিট নীরবতাও পালন করা হয়।জানা যায়,২০১৬ সালের ২০ ডিসেম্বর পি কে এই রিসোর্টের উদ্বোধন করেন।প্রায় সপ্তাহ খানেক তিনি এখানে ছিলেন।ডুয়ার্সের বিভিন্ন এলাকাও ঘুরেন তিনি।পরবর্তীতে ২০১৭ সালে ২২ মার্চ ফের তিনি এই রিসোর্টে আসেন।শুক্রবার দুপুরে রিসোর্টে পি কের মৃত্যু সংবাদ পৌঁছনোর পরেই শোকস্থব্দ হয়ে পড়েন রিসোর্টের কর্মীরা।রেসোর্টের ম্যানেজার দেবব্রত চ্যাটার্জী বলেন,আমরা একজন অভিভাবক কে হারালাম।তিনি আমাদের খুব স্নেহ করতেন।এখানে থাকাকালীন তিনি আমাদের অনেক উপদেশ দিয়েছেন।ওনার মৃত্যু সংবাদে আমরা সকলই খুবেই শোকাহত।উল্লেখ্য, শুক্রবার দুপুরে পি কে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মারা যান।মৃত্যু কালে উনার বয়স হয়েছিল ৮৩ বছর।ভারতের হয়ে তিনি ৪৫ টি ম্যাচে ১৪ টি গোল করেছেন।১৯৬১ সালে তিনি অর্জুন পুরুস্কার পান।১৯৯০ সালে পান পদ্ধশ্ৰী।টানা ১৪ বছর তিনি ভারতীয় ফুটবল দলের কোচ ছিলেন।