করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না বল উত্তর দিনাজপুর প্রশাসন
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৭:৪৫ পিএম, ২০ মার্চ ২০২০ শুক্রবার
করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না। উত্তর দিনাজপুর জেলা প্রশাসন আপনার পাশে আছে। আজ উত্তর দিনাজপুর জেলার কর্ণজোড়া য় এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন উত্তর দিনাজপুর জেলার জেলাশাসক অরবিন্দ কুমার মিনা। জেলাশাসক বলেন এই ভাইরাসের মোকাবেলায় উত্তর দিনাজপুর জেলার প্রশাসন, স্বাস্থ্য দপ্তর এবং জেলার নাসিংহোম গুলো পুরোপুরি সজাগ রয়েছে। অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। জেলাশাসক বলেন সরকারি নির্দেশ অনুযায়ী এই ভাইরাসের মোকাবেলা করার জন্য যা যা করণীয় তার একটি গাইডলাইন সরকারিভাবে জানানো হয়েছে সেই মোতাবেক প্রত্যেক মানুষের উচিত সে দিকে ফলো করা এবং নিজেকে সুস্থ রাখতে যা যা করণীয় তা করা। তিনি বলেন উত্তর দিনাজপুর জেলায় এখনো অব্দি করোনাভাইরাস কেউ আক্রান্ত হয়নি। কিছু ব্যক্তিদের শুধুমাত্র ফলো রাখা হচ্ছে। তিনি বলেন উত্তর দিনাজপুর জেলার একদিকে যেমন রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত তেমনি রয়েছে বিহার রাজ্য। তাই ভারত-বাংলাদেশ সীমান্ত সিল করে দেওয়ার পাশাপাশি পশ্চিমবঙ্গ বিহার সীমান্তে বেশ কিছু চেকপোস্ট রয়েছে সেখানে মেডিক্যাল টিম রাখা হয়েছে এবং যেসব মানুষরা সেখানে আসছে তাদের চেকআপ করা হচ্ছে। জেলাশাসক বলেন পুরো জেলাতে করনা ভাইরাসের মোকাবেলায় জেলা প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তর একে অপরের সমন্বয় রেখে একটা টিম হয়ে কাজ করছে জেলা জুড়ে।