করোনাভাইরাস আতংকের জেরে লাটাগুড়িতে রিসোর্ট বন্ধ ৩১ মার্চ পর্যন্ত
দেবজ্যোতি মুখার্জী
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৭:০৩ পিএম, ২০ মার্চ ২০২০ শুক্রবার
বন্ধ হয়ে গেল লাটাগুড়ীর রিসোর্টগুলি ৩১,শে,মার্চ পর্যন্ত।করোনা ভাইরাজ আতংকে উদভ্রান্ত মানুষ। সতর্কতা হিসাবে সব জাতীয় উদ্যান ৩১ শে মার্চ পর্যন্ত বন্ধ ।খাঁ খাঁ করা,রিসোর্ট ও লজগুলি পর্যটকহীন।রিসোর্ট আছে, কর্মচারী আছে।আছে তাদের নিরাপত্তার দিকটি।সেই মানুষজন ও নিজেদের সুরক্ষিত রাখার কথা মাথায় নিয়ে বন্ধের সিদ্ধান্ত নিল রিসোর্টগুলি।লাটাগুড়ী রিসোর্ট ওনার্স,এসোসিয়েশনের সম্পাদক ও ডুয়ার্স টুরিজিম ডেভোলাপমেন্ট ফোরামের সাধারন সম্পাদক দিব্যেন্দু দেব জানালেন বর্তমান পরিস্থিতির মুল্যায়ন করে এসোসিয়েশনের পক্ষ থেকে বৃহস্পতিবার লাটাগুড়ী গ্রাম পঞ্চায়েত প্রধান কে সংগঠনের তরফ থেকে জানাল হয়েছিল যে রিসোর্ট বন্ধ করার ব্যাপারে প্রশাসন চাইলে তারা রিসোর্ট বন্ধ করে দেবেন।এই পরিস্থিতিতে শুক্রবার লাটাগুড়ি গ্রাম পঞ্চায়েতের অফিসে এক সভায় তারা,সিদ্ধান্ত নেন যে,৩১ শে,মার্চ অবধি তারা রিসোর্টগুলি বন্ধ রাখবেন।তিনি জানান তিস্তা থেকে সংকোচ পর্যন্ত প্রায় ৪৫০ রিসোর্ট ও লজ হোটেল আছে।এর সাথে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে কয়েকহাজার লোক অর্থনৈতিকভাবে জড়িত।লাটাগুরীতে প্রায় লজ ও রিসোর্ট নিয়ে সংখ্যা ৭০.।এই রিসোর্টগুলির কর্মীদের ভাগ্য অনিশ্চয়তায় চলে গেল।এর সাথে গাইড জিপসি চালক সহ বেশ কিছু স্থানীয় মানুষের ভাগ্যও অনিশ্চয়তায়।