শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

করোনা ভাইরাসের জেরে বন্ধ হল বীরভূমের পাথরচাপুড়ি মেলা

খান আরশাদ, বীরভূম।

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:৪৪ পিএম, ১৭ মার্চ ২০২০ মঙ্গলবার

 

 

  করোনা ভাইরাসের জেরে বন্ধ করে দেওয়া হল বীরভূমের পাথরচাপুড়ি মেলা। করোনা ঠেকাতে রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিভিন্ন জায়গায় স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ হয়ে গেছে বড়য যেকোন ধরনের জমায়েত । আগামী 23 শে মার্চ শুরু হওয়ার কথা ছিল বীরভূমের পাথরচাপুড়ির দাতাবাবার মেলা। এই মেলায় লক্ষ লক্ষ দর্শনার্থী এসে হাজির হন প্রতিবছরই। সারা ভারত থেকে এমনকি বিদেশ থেকেও বহু মানুষ এই মেলায় এসে হাজির হন। তাই এই মেলা হবে কিনা সে নিয়েই সাধারণ মানুষের মধ্যে চলছিল জল্পনা। মঙ্গলবার বীরভূম জেলা প্রশাসন এই উদ্দেশ্যেই এক জরুরি বৈঠক করে। বৈঠকে উপস্থিত ছিলেন বীরভূম জেলাশাসক মৌমিতা গোদারা বসু, জেলার পুলিশ সুপার শ্যাম সিং, বীরভূম জেলা পরিষদের পরামর্শদাতা অভিজিৎ সিনহা, পাথরচাপুড়ি উন্নয়ন পরিষদের চেয়ারম্যান বিধায়ক মইনুদ্দিন শামস। এছাড়া পাথরচাপুরি মেলা কমিটির সদস্যরা। বৈঠক শেষে মইনুদ্দিন শামস জানান করোনার আতঙ্ক সারা বিশ্বকে গ্রাস করেছে। করোনা থেকে রেহাই পেতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে বড় ধরনের যেকোনো জমায়েত। এমনকি সৌদি আরবের মক্কা নগরীতে ওমরা-হজ্বও নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এসময়। সকল দিক খতিয়ে দেখেই বীরভূমের পাথরচাপুড়ি মেলা এবছর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলো জেলা প্রশাসনের পক্ষ থেকে।