করোনা আতংকে সাধারণ মাক্স বিকোচ্ছে চড়া দামে
দেবজ্যোতি মুখার্জী
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৫:০৮ পিএম, ১৭ মার্চ ২০২০ মঙ্গলবার
করোনা ভাইরাস আতংকে সারা বিশ্ব উদ্বিগ্ন।সংক্রমণ আটকাতে সবাই মাক্স ব্যবহার করছে। এই প্রবনতা ডুয়ার্সের প্রান্ত থেকে প্রান্তে ছড়িয়ে পড়েছে। যারাই কাজের জন্য বাইরে আসছে তারাই মাক্স ব্যবহার করছে। এই সুযোগে কিছু ওষুধের দোকানী চড়া দাম হাকাচ্ছে। গত দুই মাস আগে যে মাক্স মাত্র ১০ টাকায় বিক্রি হতো সেই মাক্স ৫০ থেকে ১০০টাকা দামে বিক্রি হচ্ছে। ডালিমকোট চা বাগানের যুবতী সঙ্গীতা মালবাজার শহরে এক হোটেলের কাজ করেন। জানান,সকালে হাসপাতালের সামনে এক ওষুধের দোকানে জানালো মাক্সের দাম ৫০টাকা। বাধ্য হয়ে কিনেছি। এই রকম ভাবে অনেকে জানিয়েছে যে তারা ১০০টাকা দিয়ে কিনেছে। পরিবেশ প্রেমী সংস্থার আশীষ মিত্র বলেন, গত জানুয়ারি মাসে জলঢাকা নদীর পার সাফাই অভিযানে যাওয়ার সময় ১০ টাকা করে যে মাক্স কিনেছি সেই মাস্ক ৪০টাকা করে বিক্রি হচ্ছে। থানার সামনে সাহা মেডিকেল স্টোরের দোকানী আমাদের কাছে যে মাস্ক আছে তা আমরা ৩০ টাকা করে বিক্রি করছি। আর এক দোকানী জানান, আমরা ২৫ টাকা করে বিক্রি করছি।
এনিয়ে মালের বিসিডিএর সভাপতি শিশির বনিক জানান, বাস্তবে যে কোম্পানি মাস্ক সাপ্লাই করে তারা সাপ্লাই করতে পারছে না। যাদের কাছে স্টক আছে তারা বিক্রি করছে। নিদ্বিষ্ট দাম নেই। শিলিগুড়িতে শুনেছি ১০০ থেকে ১৫০ টাকা দামে বিক্রি হচ্ছে। তবে অতিরিক্ত দাম যাতে কেউ না নেয় তা সদস্যদের বলেছি।
এসব সত্বেও মালবাজার, চালসা, ওদলাবাড়িতে ৫০ থেকে ১০০টাকা দামে মাস্ক বিক্রি হতে দেখা গেছে।