শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শান্তি-সম্প্রীতির বার্তা দিতে গীতাপাঠের আয়োজন করলেন প্রভাত দত্ত

খান আরশাদ, বীরভূম।

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:১৪ পিএম, ১৬ মার্চ ২০২০ সোমবার

 

 

   সাধারণ মানুষের মধ্যে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে নিজ বাসভবনে গীতাপাঠের আয়োজন করলেন বীরভূমের রাজনগরের বিশিষ্ট সংস্কৃতিপ্রেমী মানুষ তথা আবৃত্তিকার প্রভাত দত্ত ও তার সহধর্মিণী শিক্ষিকা মমতা দত্ত। প্রভাত দত্ত জানান গীতায় শান্তি ও সম্প্রীতির বাণী রয়েছে। তা সাধারণ মানুষের কাছে তুলে ধরতেই আমাদের এই প্রয়াস সর্বধর্ম সমন্বয় সাধন করে শান্তি ও সম্প্রীতির বার্তা তুলে ধরে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে গীতা পাঠের আয়োজন।

    এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গীতা ভবনের স্বামী সত্যানন্দজি মহারাজ, বক্রেশ্বর বানপ্রস্থ আশ্রমের দূর্গেশগিরি মহারাজ, এলাকার ১১৯ বছরের প্রবীণ সন্ন্যাসী বৃন্দাবন মহারাজ। এছাড়া বেশকিছু সাধুগুরু, বৈষ্ণব আমন্ত্রিত হয়েছিলেন এই অনুষ্ঠানে। অনুষ্ঠানে গীতাপাঠ, হরিনাম সংকীর্তন, ভক্তিগীতি, ভজন পরিবেশিত হয়। অনুষ্ঠানে আধ্যাত্মিক স্বরচিত কবিতা পাঠ করে শোনান কবি অমর মালি।