শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

৭ দেশের অংশগ্রহণে এবারের লোকসংগীত উৎসব

বিনোদন প্রতিবেদক

দৈনিক জাগরণ

প্রকাশিত : ০৬:৩৫ পিএম, ৫ নভেম্বর ২০১৮ সোমবার

আগামী ১৫ নভেম্বর শুরু হতে যাচ্ছে ‘ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব’।রাজধানীর আর্মি স্টেডিয়ামে তিন দিনব্যাপী চতুর্থ আসরের উদ্বোধন হবে ওইদিন সন্ধ্যা ৬টায়। এবারের উৎসবে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের তারকা শিল্পীরা লোকসংগীত পরিবেশন করবেন। রোববার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারা হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান আয়োজকরা।

সংবাদ সম্মেলনে আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন সান ফাউন্ডেশনের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী, বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের, ঢাকা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাহবুবুর রহমান, গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদ হোসেন, সংসদ সদস্য ও  সঙ্গীতশিল্পী মমতাজ বেগম।

বিশ্বের দেশ থেকে প্রায় ১৭৪ জন শিল্পী এবারের আসরে সঙ্গীত পরিবেশন করবেন। দেশীয় সঙ্গীত শিল্পীদের মধ্যে থেকে অংশগ্রহণ করবেন মমতাজ বেগম, অর্ণব, বাউল আব্দুল হাই দেওয়ান, বাউল কবির শাহ, নকশীকাঁথা, স্বরব্যাঞ্জো। ভারত থেকে ওয়াদালি ব্রাদার্স, রাঘুদীক্ষিত, সাত্যকি ব্যানার্জি। পাকিস্তান থেকে শাফকাত আমানাত আলী, বাহরাইন থেকে মাজায, যুক্তরাষ্ট্র থেকে লস টেক্সমেনিয়াক্স, পোল্যান্ড থেকে দিকান্দা এবং স্পেনের লাস মিগাস প্রমুখ।

দর্শক বিনামূল্যে অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন। মঙ্গলবার থেকে রেজিস্ট্রেশন শুরু হয়ে চলবে ১০ নভেম্বর পর্যন্ত। রেজিস্ট্রেশন শুরু প্রতিদিন সকাল ১১টা থেকে। প্রিন্টকৃত এন্ট্রি পাসটি দেখিয়ে উৎসবে প্রবেশ করতে হবে। এছাড়াও ফেসবুকে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’ পেইজটিতে পাওয়া যাবে আয়োজনের সকল তথ্য। অনুষ্ঠানটি মাছরাঙা টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে। এছাড়াও গ্রামীণফোনের অনলাইন, ভিডিও স্ট্রিমিং সার্ভিস- বায়োস্কোপে অনুষ্ঠানটি লাইভ দেখার সুযোগ থাকবে।

২০১৫ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট। সাফল্যের ধারা অব্যাহত রাখতেই চতুর্থবারের মতো সান ফাউন্ডেশন ‘আন্তর্জাতিক লোকসংগীত উৎসব ২০১৮’-এর আয়োজন করছে।