সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

মালে সোনা ব্যবসায়ীদের নিয়ে সচেতনতা শিবির করল এসডিপিও

দেবজ্যোতি মুখার্জী

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:৪১ পিএম, ১৫ মার্চ ২০২০ রোববার

সোনা বর্তমান সময়ে পৃথিবীর মুল্যবান ধাতু। এই কারনে সোনা ব্যবসায়ীদের উপর টার্গেট থাকে দুস্কৃতিদের। কয়েকদিন আগে মালের এক স্বর্ন ব্যবসায়ীর বাড়িতে প্রকাশ্য দিবালোকে চুরি হয়। এই কারণে মাল মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ চক্রবর্তী রবিবার বিকালে মাল ব্লকের সমস্ত স্বর্ন ব্যবসায়ীদের নিয়ে সচেতনতা সভা করল। সভায় পুলিশের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে স্বর্ন ব্যবসায়ীদের সচেতন করা হয়। এসডিপিও শ্রী চক্রবর্তী বলেন, দোকান খোলা ও বন্ধের সময় নিদ্বিষ্ট করতে হবে। দোকান বন্ধের সময় ঠিক মতো গ্রিল বন্ধ করতে হবে। বিবাহ ও অন্যান্য অনুষ্ঠানে সোনার গহনা সরবরাহের সময় যদি দোকান বন্ধ করতে দেরি হয়ে তাহলে পুলিশকে খবর দিতে হবে। এই রকম নানান বিষয়ে স্বর্ন ব্যবসায়ীদের সচেতন করা হয়। 

স্বর্ন ব্যবসায়ীরা জানান, পুলিশ বিভিন্ন বিষয়ে সচেতন করেছে। আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছে। আমরা নিয়ম মেনে চলব।