সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জিডি হসপাতালের উদ্যোগে মালদার চিকিৎসকদের নিয়ে আলোচনা

হক নাসরিন বানু, মালদহ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:৪৮ পিএম, ১৫ মার্চ ২০২০ রোববার

জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউটের উদ্যোগে জেলার চিকিৎসকদের নিয়ে আলোচনা সভা

জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউটের উদ্যোগে জেলার চিকিৎসকদের নিয়ে আলোচনা সভা

জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউটের উদ্যোগে মালদা জেলার চিকিৎসকদের নিয়ে পুরাতন মালদার নারায়ণপুরের একটি বেসরকারি হোটেলের সভাকক্ষে অনুষ্ঠিত হল এক আলোচনা সভা। মালদা জেলার সমস্ত চিকিৎসকদের নিয়ে মূলত ডায়াবেটিস নিয়ে এই সচেতনতা মূলক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল।

এই বিষয়ে ওই হাসপাতালের  সি ই ও মুশরেফা হোসেন জানান, ডায়াবেটিস নিয়ে দ্বিতীয় পর্যায়ে তাদের এই আলোচনা সভা। এর আগে তারা মালদায় ডায়াবেটিস নিয়ে পথে হাটো মালদা হাটো একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন।  মূলত ডাক্তারদের নিয়ে আলোচনা সভা। ডায়াবেটিস নিয়ে সচেতনতা করার পাশাপাশি ডাক্তারদের প্রতিক্রিয়াও শোনা হয় এই আলোচনা সভায়। বহরমপুর থেকে এই ধরনের আলোচনা সভার আয়োজন করা হয়েছে‌ আজ মালদায় ব্যাপক সাড়া পাওয়া গেল এই অনুষ্ঠানের মাধ্যমে।