শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অনাথ আশ্রমের চত্তর থেকে সাদা কিং কোবরা উদ্ধার

দেবজ্যোতি মুখারজি

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:৪০ পিএম, ১৫ মার্চ ২০২০ রোববার

অনাথ আশ্রমের চত্তর থেকে সাদা কিং কোবরা উদ্ধার

অনাথ আশ্রমের চত্তর থেকে সাদা কিং কোবরা উদ্ধার

অনাথ আশ্রমের চত্তর থেকে উদ্ধার হলো এক বিশাল আকারের সাদা কিংকোবরা। রবিবার বিকাল ৩টা নাগাদ ঘটনাটি ঘটে মালবাজার শহরের ১৪ ওয়ার্ডে। মালবাজার শহরের ১৪ নম্বর ওয়ার্ডে রয়েছে ইংরেজি মাধ্যমের বিদ্যালয় সিজার স্কুল ও বয়েজ টাউন নামের এক অনাথ আশ্রম। এই আশ্রমে রয়েছে প্রতিষ্ঠাতা জন থয়েডসের সমাধি ও চার্চ।

বিকালের দিকে অনাথ আশ্রমের আবসিকরা ওখানে খেলাধুলা করছিল। আচমকা পাশের এক পুরানো ইটের পাজা থেকে বেরিয়ে আসে ওই কিংকোবরা। সবার মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে আশ্রম কর্মী বিমল রায়,প্রদীপ দাস পরিবেশ প্রেমী সংস্থা মাউন্টেন ট্রেকার ফাউন্ডেশনের হরসিত প্রসাদ সহ কয়েক জন ঘন্টা খানেক চেষ্টার পর সাপটিকে ধরে বস্তা বন্ধি করে।পরে বন দপ্তরে খবর দিলে মাল বন্যপ্রান শাখার কর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। বন্যপ্রান শাখার রেঞ্জার বিভুতি ভুষন দাস বলেন, এটি ওয়াইট কিংকোবরা। পর্যবেক্ষণ করে পরে ওটিকে বনে ছেরে দেওয়া হবে