শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরীক্ষার্থিরা নাকল

বৃষ্টিতে জুবুথুবু ডুয়ার্সের চা বলয়

শোভন মজুমদার

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৫:০৬ পিএম, ১৪ মার্চ ২০২০ শনিবার

আলিপুরদুয়ারঃ 
আবহাওয়া দপ্তর থেকে পূর্বাভাস আগেই দিয়েছিল । সেই মতন শনিবার সকাল থেকেই ফাল্গুনের ইনিংস শেষে আকাশের মুখ ছিল গোমড়া।বেলা বাড়তেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয় ডুয়ার্স জুড়ে।ফলে এক লাফে তাপমাত্রা নেমে যায় অনেকটাই।সপ্তাহের শেষ কাজের দিনে বিপাকে পড়তে হয় বিভিন্ন কর্মীদের।দোকান বাজার খোলা থাকলেও ক্রেতাদের তেমন দেখা নেই বললেই চলে।বৃষ্টি মাথায় করেই উচ্চমাধ্যমিকের ইংরেজি পরীক্ষা দিতে ছুটতে হয় পরীক্ষার্থীদের।ঠান্ডা বাতাস আর দুর্যোগকে উপেক্ষা করে চায়ের বাগিচায় যথারীতি হাজির ছিলেন চা শ্রমিকরা।সব মিলিয়ে অকাল বৃষ্টিতে অনেকটাই যবুথবু ডুয়ার্স। আবহাওয়া অফিস জানিয়েছে কমপক্ষে আরও দুই দিন ডুয়ার্স জুড়ে একই ধরনের আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে।