সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

পুলিশ জেলা ঘোষণার পর

ইসলামপুর কে পূর্ণাঙ্গ জেলা করার দাবি জোরালো

জব্বার আলী ইসলামপুর

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:৪২ পিএম, ১৩ মার্চ ২০২০ শুক্রবার

ইসলামপুর পুলিশ জেলা ঘোষণা হওয়ার পরপরই ইসলামপুর কে জেলা করার দাবি জোরালো হয়ে উঠেছে বিভিন্ন মহলে ।সম্প্রতি  নাগরিক মঞ্চের পক্ষ থেকেও  এই দাবিকে জোরালো করে স্মারকলিপি দেয়া হয়েছে মহকুমার শাসক কে। ইসলামপুরের  বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে গত ৪ঠা মার্চ মহকুমা শাসক মোঃ খুরশিদ আলম মহাশয়ের কাছে ইসলামপুর নাগরিক মঞ্চের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয় । তিনি বলেন ইসলামপুর ও ডালখোলা বাইপাস এর কাজ পূজার পূর্বসে মাপ্ত হয়ে যাবে বলে আশা করা যায় । ইসলামপুর কলেজ এর সমস্যা বিষয়ে প্রশাসনের সর্বস্তর অবগত আছে । ট্রাফিক সমস্যার বিষয়ে মহকুমাশাসক মঞ্চের পরামর্শ অনুযায়ী পৌর প্রশাসন ও ট্রাফিক পুলিশের সঙ্গে আলোচনা করবেন বলে জানান । মঞ্চের প্রতিনিধিরা জেব্রা ক্রসিং এর ওপর গুরুত্ব দেন। আধার কেন্দ্র সমূহ নিয়মিতকরণের বিষয়টি উনি দেখবেন বলে আশ্বাস দেন । নেতাজি সুভাষ মঞ্চ পুনর্নির্মাণ প্রসঙ্গে মহকুমা শাসক জানান যে এই কাজ ত্বরান্বিত করতে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সচিব এ আর বর্ধনকে জানানো হবে । ভুয়ো ডাক্তার চিহ্নিত করার বিষয়ে প্রশাসন থেকে উদ্যোগ নেওয়া হবে ।

এছাড়াও এদিন ইসলামপুর কে পূর্ণাঙ্গ জেলা ঘোষণা, ইসলামপুরে নতুন কলেজ স্থাপন, একটি মেডিক্যাল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন, আলুয়াবাড়ি রোড স্টেশন এর নাম ইসলামপুর টাউন জংশন করার জন্য রেলের কাছে সুপারিশ করার প্রস্তাব সমূহ কার্যকর করার জন্য মহকুমা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রী কে স্মারকলিপি দেওয়া হয় ।