সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জঙ্গল সাফারিতে হারিয়ে যাওয়া ফেরত পেলেন পর্যটকরা

দেবজ্যোতি মুখার্জী

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:২৭ পিএম, ১৩ মার্চ ২০২০ শুক্রবার

জঙ্গল সাফারিতে গিয়ে হারানো ব্যাগ ফিরে পেলেন পর্যটকরা। জানা গিয়েছে, কলকাতার সল্টলেকের দিলীপকুমার সাহা, মিতালি সাহা, অর্ঘ্য সাহা সহ ৬ জন পর্যটকের একটি দল বৃহস্পতিবার বিকেলে লাটাগুড়ির জঙ্গলে যান। কলাখাওয়া নজর মিনারে ব্যাগটি ছেড়ে চলে আসেন তাঁরা। জঙ্গল থেকে আসার পর বিষয়টি তাঁদের নজরে আসে। কিন্তু সেই সময়ে জঙ্গলের ভিতরে ঢোকার কোনো নিয়ম না থাকায় ব্যাগ রেখেই তাঁদের নাগরাকাটার রিসর্টে ফিরে আসতে হয়। পরে বিষয়টি মূর্তি জিপসি ওনার্স অ্যাসোসিয়েশনের পরিচালক মজিদুল আলমকে জানান তাঁরা। রাতেই বন দপ্তরের সঙ্গে কথা বলেন মজিদুল আলম। ব্যাগটি নজর মিনারে পেয়ে রেখে দেন কলাখাওয়ার কর্মীরা। শুক্রবার সকালে মজিদুল আলম কলকাতার ওই পর্যটকদের ফের কলাখাওয়া নজর মিনারে নিয়ে গিয়ে ব্যাগটি তাঁদের ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। বন দপ্তর ও জিপসি ওনার্স অ্যাসোসিয়েশনের এই কাজে স্বভাবতই খুশি পর্যটকরা।