মালে বাসন্তীপুজার প্রস্তুতি শুরু করে দিল ফরোয়ার্ড ক্লাব
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:১৮ পিএম, ১৩ মার্চ ২০২০ শুক্রবার
চারিদিকে বসন্তের সমারোহ। পলাশ,শিমুলের ডালে ডালে লাল ফুলের সম্ভার। এরই মাঝে চলে এসেছে বাসন্তী পুজার। পূরানে আছে রাজা তার হৃতরাজ্য ফিরে পেয়ে বসন্ত কালে এই পুজার প্রচলন করেন। তারপর থেকে এই পুজা প্রচলিত। মালবাজার শহরে দুর্গাপূজার মতো নাহলেও কয়েকটি বাসন্তীপুজা হয়। এরমধ্যে ৫ নম্বর ওয়ার্ডে ফরোয়ার্ড ক্লাবের পুজা অন্যতম।এবার ২২ তম বর্ষের পূজার প্রস্তুতি শুরু করে দিয়েছে।
ক্লাবের পুজা কমিটির সম্পাদক সুরজিৎ দেবনাথ জানান, গতকাল খুটি পূজা দিয়ে আমাদের পূজার প্রস্তুতি শুরু হয়েছে। অন্যান্য বছর গুলির মতো জমজমাট ভাবেই পুজা হবে। তিনদিন ধরে পুজা চণ্ডীপাঠ ও প্রসাদ বিতরণ চলবে।
জানাগেছে, স্বপন ভাদুড়ি সভাপতি ও সজল দাস কোষাধ্যক্ষ হয়েছেন।আগামী ৩১ মার্চ থেকে পুজা শুরু হবে।