জাতীয় দলে ডাক পেলেন ‘অবসরে’ যাওয়া রুনি!
স্পোর্টস ডেস্ক
দৈনিক জাগরণ
প্রকাশিত : ০৬:২৩ পিএম, ৫ নভেম্বর ২০১৮ সোমবার
জাতীয় দল থেকে অবসরে গিয়েছিলেন আরও এক বছর আগে। তবে অবসরে যাওয়ার পরও আবার জাতীয় দলে ডাক পেলেন ইংলিশ গ্রেট ওয়েন রুনি। না না! কোনো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের জন্য নয়। ‘ওয়েন রুনি ফাউন্ডেশন’ এর জন্য টাকা জোগাড় করতেই আবার জাতীয় দলের জার্সি গায়ে জড়াবেন এই কিংবদন্তি।
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন আরও এক বছর আগে। গত বছরের ১৫ই নভেম্বর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান ইংল্যান্ডের হয়ে ৫৩ গোল করা এই স্ট্রাইকার। তবে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের সাথে প্রীতি ম্যাচে ইংলিশ কোচ দলে ডেকেছেন তাকে। তার ফাউন্ডেশনের জন্যই অবশ্য এ প্রীতি ম্যাচের আয়োজন। আর তাকে দলে ডাকার কারণ হচ্ছে শেষবারের মতো ইংলিশ জার্সি গায়ে তাকে বিদায় দিতে চায় ইংলিশ ফুটবল ফেডারেশন।
যদিও একাদশে না। শেষ মুহূর্তে বদলি খেলোয়াড় হিসেবে নামাবেন তাকে গ্যারেথ সাউথগেট। আর এ প্রীতি ম্যাচ দিয়েই ইংল্যান্ডের হয়ে ১২০ ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করবেন বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ডি.সি. ইউনাইটেডের হয়ে খেলা এ ফরওয়ার্ড।