রোববার   ১৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

উত্তরের বনাঞ্চলে শুরু হয়েছে তৃনভোজী সুমারি জানাযাবে জীববৈচিত্র

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:০৮ পিএম, ১৩ মার্চ ২০২০ শুক্রবার

উত্তরবঙ্গের বনাঞ্চলগুলোতে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তৃনভোজী প্রানীদের শুমারী। আগে ৪ বছর পর পর হাতি ও দুই বছর পরপর গন্ডার শুমারী হয়েছে। এবার এই দুই তৃনরভোজীকে বাদ দিয়ে বাইসন, হরিণ সহ অন্যান্য তৃনরভোজী প্রাণীর শুমারী শুরু হয়েছে। এজন্য পর্যটকদের জঙ্গল সাফারি তিন দিনের জন্য বন্ধ রাখা হয়েছে।শুধুমাত্র পর্যটকদের কথা ভেবে লাটাগুড়ির জঙ্গলে সাফারি চালু রয়েছে। 
বৃহস্পতিবার সকাল থেকেই গরুমারা, চাপরামারি, লাটাগুড়ির জংগলে বনকর্মীরা এই সাফারির কাজ শুরু করে। রাজ্যের বন্যপ্রান বিভাগের মুখ্য বনপাল রবীকান্ত সিনহা বলেন, এই শুমারীর ফলে উত্তরবঙ্গের বনাঞ্চলগুলোতে খাদক ও খাদ্যের ভারসাম্য, খাদ্য শৃঙ্খল, জীব বৈচিত্র সহ বিভিন্ন বিষয় গুলি উঠে আসবে। 
বনবিভাগ থেকে জানাগেছে, বনকর্মীরা পায়ে হেঁটে বিভিন্ন বনাঞ্চলগুলোতে পর্যবেক্ষণ করবে। প্রানীদের তথ্য সংগ্রহ করবে। বনকর্মীরা ৩৫টি দলে বিভক্ত হয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই শুমারীর কাজ করবে। 
বক্সা টাইগার রিসার্ভ ফরেস্টের ফিল্ড ডিরেক্টর শুভঙ্কর সেনগুপ্ত জানান, প্রথমদিন শুমারী ভালোভাবে হয়েছে। দিনের শেষে তথ্য পাওয়া যাবে। তিনদিনের শুমারী শেষে বিভিন্ন তথ্য পাওয়া যাবে।