জকোভিচকে হারিয়ে প্যারিস মাস্টার্সে শিরোপা জিতলেন ক্যাচানভ
স্পোর্টস ডেস্ক
দৈনিক জাগরণ
প্রকাশিত : ০৬:০৩ পিএম, ৫ নভেম্বর ২০১৮ সোমবার
রাফায়েল নাদাল ইনজুরি আর রজার ফেদেরারকে সেমিতেই হারিয়ে ফাইনালে আসা নোভাক জকোভিচের শিরোপা জয় ছিল শুধুই সময়ের মাত্র। তবে নতুন ইতিহাস তৈরি করে জকোভিচকে হারিয়ে শিরোপা জিতে নিলেন রাশিয়ান টেনিস তারকা ক্যারেন ক্যাচানভ।
১ ঘণ্টা ৩৭ মিনিটের লড়াইয়ে নোভাক জকোভিচকে হারিয়ে দেন ক্যাচানভ। ২ সেটে ৭-৫, ৬-৪ গেমে জকোভিচকে হারিয়ে দেন তিনি। আর ফাইনালে জকোভিচকে হারিয়ে বেশ উচ্ছ্বসিত ২২ বছর বয়সী এ তরুণ। ম্যাচ শেষে ক্যাচানভ বলেন, 'এটা আমার ক্যারিয়ারে জেতা অন্যতম সেরা শিরোপা। মৌসুমটা শিরোপা জিতে শেষ করতে পেরে আমি দারুণ খুশি।'
তবে ফাইনালে হেরে গেলেও তেমন কোনো ক্ষতি হয়নি 'দ্যা জোকারের'। আগামী সোমবারে প্রকাশিত হতে যাওয়া এটিপির র্যাঙ্কিংয়ে প্রথম স্থানেই উঠে আসবেন তিনি।