সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সমস্যার কথা শুনলেন বিধায়ক মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরার আশ্বাস দিল

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:৫৫ পিএম, ১২ মার্চ ২০২০ বৃহস্পতিবার

সাংবাদিকদের কাছে মাল বিধানসভা এলাকার ও ডুয়ার্সের বিভিন্ন সমস্যার কথা শুনলেন মাল বিধানসভা কেন্দ্রের বিধায়ক বুলু চিকবরাইক। মুখ্যমন্ত্রীর কাছে এই সব বিষয় তুলে ধরার আশ্বাস দিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলার গর্ব মমতা নামের এক কর্মসূচি অনুযায়ী এক সরকারি লজে সাংবাদিকদের সাথে মিলিত হন বিধায়ক বুলু চিকবরাইক। সেখানে সাংবাদিকদের কাছে কোথায় কি সমস্যা আছে সে বিষয়ে জানতে চান। কথা প্রসংগে উঠে আসে চাবাগান এলাকায় পানীয়জলের সমস্যা, আবাসন সমস্যা, শিক্ষার সমস্যার কথা উঠে আসে। সাংবাদিকরা জানান, নিদাম, রানীচেরা, এলেনবাড়ি, মানাবাড়ি সহ বিভিন্ন চাবাগানে পানীয়জলের সমস্যা আছে। সাংবাদিকরা জানান, চাবাগানে শ্রমিকদের আবাসন সমস্যা আছে। সম্প্রতি রাজ্য সরকার বাজেটে এনিয়ে বিশেষ প্রকল্প ঘোষণা করেছে।

এই প্রকল্পে ঘর নির্মাণের ক্ষেত্রে শ্রমিকরা যাতে চাবাগান কর্তৃপক্ষের কাছ থেকে দ্রুত অনুমতি পেয়ে ঘর নির্মাণ করতে পারে সেটা দেখতে হবে। এছাড়াও ডুয়ার্স এলাকায় সরকারি ভাবে ইংরেজি মাধ্যমের স্কুল নেই। ফলে প্রাথমিক স্তরে স্কুল ছুটের সংখ্যা বাড়ছে। বেসরকারি স্কুল গুলিতে ইংরেজি শেখার ব্যবস্থা আছে। সরকারি ভাবে এই উদ্যোগ নিলে ভালো হয়। চেল নদীর সেতু, তিস্তায় দ্বিতীয় সরক সেতু সহ  এই রকম বিভিন্ন সমস্যার কথা বিধায়ক শোনেন। পরে জানান, আমি আজই কলকাতা যাচ্ছি। বিধানসভার অধিবেশন আছে। তারপর এই সব সমস্যার কথা মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরব। দ্রুত যাতে ব্যবস্থা হয় সে উদ্যোগ নেব।