সুধানি নদীর উপর সেতু
সেতু শিলান্যাস করলেন মন্ত্রী গোলাম রব্বানী
জব্বার আলী, ইসলামপুর
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:৫৮ পিএম, ১১ মার্চ ২০২০ বুধবার
অবশেষে পূরণ হতে চলেছে এলাকার মানুষের দীর্ঘ দিনের দাবি। গোয়ালপোখর ১ ব্লকের পোখরিয়া গ্রাম পঞ্চায়েতের দেওনা গ্রামে বিহার-বাংলার মধ্যে যোগাযোগের অন্যতম সুধা সেতুর শিলান্যাস হল বুধবার। এদিন এই সেতুর শিলান্যাস করেন রাজ্যের শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী গোলাম রাব্বানী।
সুধানী নদীর উপর সুধা সেতু তৈরী হলে দুই রাজ্যের মধ্যে যোগাযোগের অন্যতম রাস্তা খুলে যাবে খুব শীঘ্রই। এই সেতুটি রাজ্য সরকারের এসআরডিএ দপ্তরের আর্থিক বরাদ্দে নির্মিত হচ্ছে। সেতুটির একপাশে বাংলার সীমানায় মাত্র দুটি গ্রাম। আর উল্টো দিকে বিহারের কিশনগঞ্জ জেলার বিস্তীর্ণ এলাকা। সুবিধা অসুবিধায় এলাকার বাসিন্দাদের বেশির ভাগ ক্ষেত্রেই ছুটতে হয় বিহারে। কিন্তু প্রতি বছর বর্ষার সময় সেতুর অভাবে যোগাযোগ ব্যবস্থা রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়ে। তাই ওই এলাকার বাসিন্দাদের তরফে একটি স্থায়ী সেতুর দাবি ক্রমশ জোড়ালো হয়ে ওঠে। বিষয়টির গুরুত্ত্ব বুঝতে পেরে এগিয়ে আসেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানী। অবশেষে সেতুটির শিলান্যাস হওয়ায় এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ও স্বপ্ন পূরণ হতে চলেছে।
তবে আগামী বর্ষার আগে এই সেতুটি যোগাযোগের জন্য খুলে দেওয়ার দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। এদিন শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাম প্রধান শাবনাজ পারভীন, সামসাদ আলম, প্রাক্তন প্রধান লাল মহম্মদ, জেলা পরিষদের পূর্ত কর্মাধক্ষ্য গোলাম রসুল প্রমুখ।