বসন্ত উৎসবে মাতলো রাজনগরের মাচানতলি গ্রামের আদিবাসী শিশুরা
খান আরশাদ, বীরভূম।
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:২০ পিএম, ১০ মার্চ ২০২০ মঙ্গলবার
বসন্ত উৎসবে মেতে উঠল বীরভূমের রাজনগরের মাচানতলি গ্রামের আদিবাসী শিশুরা। এই বসন্ত উৎসবে আপামর বাঙালি সমাজ মেতে উঠেছে। সেদিক দিয়ে পিছিয়ে নেই জেলার আদিবাসী গ্রামগুলিও। আদিবাসীদের বাহা পরব এর পাশাপাশি বাঙালির বসন্ত উৎসবের ছোঁয়াও দেখা গেল আদিবাসী গ্রামগুলোতে। রাজনগরের ভবানীপুর অঞ্চলের মাচানতলি আদিবাসী গ্রামে দেখা গেল এরকমই এক মনমুগ্ধকর চিত্র। গ্রামের আদিবাসী সম্প্রদায়ের শিশুরা নিজেদের মধ্যে মেতে উঠেছে আবীর খেলায়। একে অপরকে রং মাখিয়ে খুশিতে আত্মহারা হয়ে উঠেছে ওইসব খুদে আদিবাসী সম্প্রদায়ের শিশুগুলি।