রোববার   ১৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

করোনা আতঙ্কে বিক্রি কমছে মুরগির মাংস, মাথায় হাত ব্যবসায়ীদের

শোভন মজুমদার

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:২৬ পিএম, ৯ মার্চ ২০২০ সোমবার

করোনা আতঙ্কে বিক্রি কমছে মুরগির মাংস,  মাথায় হাত ব্যবসায়ীদের 


 করোনা আতঙ্কে বিক্রি কমছে মুরগির মাংস,  মাথায় হাত ব্যবসায়ীদের । জানা গিয়েছে করোনা ভাইরাস আতঙ্কের জেরে আলিপুরদুয়ারের বিভিন্ন বাজার গুলিতে মুরগির মাংস ও ডিমের চাহিদা অনেকে তাই কম । মাথায় হাত মুরগী ব্যবসায়ীদের।ডুয়ার্সের বিস্তীর্ণ অঞ্চলের বিভিন্ন বাজারে বিক্রি নেই মুরগির মাংসের।


যদিও ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, মুরগির মাংস ও ডিম থেকে করোনার ভাইরাস ছড়ায় না। তাই মাংস ও ডিম নির্ভয়ে খাওয়া যেতে পারে। যদিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ‘গুজবে’ মুরগি থেকে একেবারেই মুখ ফিরিয়ে নিয়েছে মানুষ। বিক্রি একবারের মাটিতে পড়ে যাবার দরুন মুরগির দামও কমিয়ে দিয়েছেন বিক্রেতারা। মুরগির মাংস থেকে আদৌ করোনা ভাইরাস ছড়ায় কিনা সে ব্যাপারে এখনও নিশ্চিত কিছুই জানা যায়নি।কিন্তু সোশ্যাল মিডিয়ার সৌজন্যের দরুন এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।