মঙ্গলবার   ১৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৫ ১৪৩১   ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

কক্সবাজারে আগ্নেয়াস্ত্রসহ ১০ জলদস্যু আটক

জাগরণ ডেস্ক

দৈনিক জাগরণ

প্রকাশিত : ০৫:৩৮ পিএম, ৫ নভেম্বর ২০১৮ সোমবার

কক্সবাজারের বঙ্গোপসাগর উপকূলে নাজিরার টেক সংলগ্ন সাগরে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ১০ জলদস্যুকে আটক করেছে র‌্যাব।

সোমবার সকাল সাড়ে দশটার দিকে বঙ্গোপসাগরের উপকূল থেকে তাদের আটক করা হয়।  

আটকরা হলেন- মহেশখালীর কালারমারছড়া এলাকার মো. ইউনুছের ছেলে আব্দুল গফুর (২২), নূরুল আলমের ছেলে মো. জুয়েল (২৬), ছব্বির আহমদের ছেলে নুরুল হক (৩২), আবুল হোসেনের ছেলে সাইফুল ইসলাম (২৮), জাফর আহমদের ছেলে মোহাম্মদ তারেক (৩০), জালাল আহমদের ছেলে আবুল হোসেন (২৫), গোলাম হোসেনের ছেলে ছৈয়দুল ইসলাম (৩৫), কুতুবদিয়া উপজেলার কবির আহমদের ছেলে মো. করিম (২৫), ফজল করিমের ছেলে তাহের মিয়া (২৫) ও বান্দরবানের মোহাম্মদ আলীর ছেলে সিরাজুল ইসলাম (৪৫)।
 

আটক জলদস্যুরা তিনটি দস্যু বাহিনীর সদস্য বলে জানান কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. মেহেদী হাসান।  

তিনি জানান, গোপন খবরের ভিত্তিতে র‌্যাবের একটি দল শহরের নাজিরার টেক সংলগ্ন সাগরে অভিযান চালায়।  এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে ছয়টি আগ্নেয়াস্ত্র ও ৩৭ রাউন্ড গুলিসহ তাদের আটক করা হয়।

সোমবার দুপুরে আটক জলদস্যুদের কক্সবাজার শহরের ৬নং ঘাটে  র‌্যাব ক্যাম্পে নিয়ে আসা হয়।

আরকে