রোববার   ১৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

করোনা ভাইরাস দোল উৎসব ও উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে রিসোর্ট

সংবাদদাতা মালবাজার

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:৪০ পিএম, ৭ মার্চ ২০২০ শনিবার

 করোনা ভাইরাস দোল উৎসব ও উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে রিসোর্ট মালিকদের সাথে সভা পুলিশের। 
 সামনেই দোল উৎসব। তারপরই উচ্চমাধ্যমিক পরীক্ষা। এরই মধ্যে আবার সর্বত্র করোনা ভাইরাস নিয়ে আতংক।চালসা, বাতাবাড়ি এলাকায় অনেক রিসোর্ট ও লজ রয়েছে। সেখানে দেশী বিদেশি পর্যটকরা আসাযাওয়া করে। উৎসব পালন হয়। তাই  দোল উৎসব ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার জন্য বিভিন্ন রিসোর্ট মালিক ও প্রতিনিধিদের সাথে বৈঠক করলো পুলিশ প্রশাসন।শনিবার বাতাবাড়ির একটি বেসরকারি রিসোর্টে ওই বৈঠকটি হয়।দোল উৎসবে রিসোর্টে থাকা পর্যটকদের যাতে কোনো সমস্যা না হয়,পর্যটকদের দ্বারা যাতে স্থানীয় জনগণেরও কোনো সমস্যা না সে বিষয়ে রিসোর্ট প্রতিনিধিদের বলা হয়।দোলে রিসোর্টে থাকা পর্যটকদের মধ্যে কোনো অসংগতি দেখলে পুলিশ কে খবর দেওয়ার কথাও বলা হয়।দোল উৎসব কে কাজে লাগিয়ে চোরা শিকারিরা সক্রিয় হতে পারে।তার জন্য রিসোর্টে থাকা পর্যটকদের নজরদারি করার কথাও বলা হয়।এছাড়াও রিসোর্টে থাকা কোনো পর্যটকের করোনা ভাইরাসের লক্ষণ দেখলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথাও বলা হয়।উল্লেখ্য, মাধ্যমিক পরীক্ষার সময় মূর্তির একটি বেসরকারি রিসোর্টের বিরুদ্ধে রাত্রে উচ্চ স্বরে ডি জে বাজানোর অভিযোগ উঠেছিল।সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা।ওই সময় কোনো রিসোর্টে যাতে উচ্চ স্বরে ডি জে না বাজে তার কথাও বলা হয়।উপস্থিত ছিলেন মাল এস ডি পি ও দেবাশীষ চক্রবর্তী সহ মেটেলি থানার এস আই তড়িৎ সরকার।এস ডি পি ও বলেন,আসন্ন দোল, উচ্চ মাধ্যমিক পরীক্ষা সহ করোনা ভাইরাস নিয়ে এদিন রিসোর্ট মালিক ও প্রতিনিধিদের সাথে বৈঠক করা হয়।বৈঠকে বাতাবাড়ি, চালসা,মঙ্গলবাড়ি, ধূপঝোরা,মূর্তি ইত্যাদি এলাকার সরকারি ও বেসরকারি রিসোর্ট মালিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিল।