ওয়েবকুপা ও তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে বসন্ত উৎসব উদযাপন
পুষ্পপ্রভাত ডেস্ক
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:৪৮ এএম, ৭ মার্চ ২০২০ শনিবার
ওয়েবকুপা ও তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে বসন্ত উৎসব উদযাপন
এই প্রথম কেন্দ্রীয়ভাবে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে আনন্দের সঙ্গে বসন্ত উৎসব পালিত হল। সমগ্র অনুষ্ঠানটির উদ্যোক্তা ছিল ওয়েবকুপা কল্যাণী বিশ্ববিদ্যালয় শাখা ও তৃণমূল ছাত্র পরিষদ। বিশ্ববিদ্যালয় মূল ফটক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিক্রমা করা হয়। পরিক্রমায় অংশগ্রহণ করেছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, গবেষক, শিক্ষকমন্ডলী সহ আধিকারিক ও শিক্ষাবন্ধু কর্মীরা। বিশ্ববিদ্যালয়ের সব স্তরের প্রতিনিধিই ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে উৎসবে মেতে ওঠে। নৃত্য- সংগীত সহ পদযাত্রার মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিক্রমা চলে। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে যথাসময়ে সহ-উপাচার্য অধ্যাপক গৌতম পাল উৎসবের শুভ সূচনা করেন। বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের মধ্যে উপস্থিত ছিলেন রেজিস্টার দেবাংশু রায়, ফ্যাকাল্টি সেক্রেটারি পিনাকি চট্টোপাধ্যায়, ফিন্যান্স অফিসার মৃদুল কুন্ডু সহ আরোও অনেকে। ওয়েবকুপা কল্যাণী বিশ্ববিদ্যালয় শাখার বেশিরভাগ শিক্ষকরাই উপস্থিত ছিলেন। উপাচার্য শংকর কুমার ঘোষ আমন্ত্রিত হলেও তিনি অনুপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক বিভাগ পরিক্রমা করে পদযাত্রা শেষ হয় মুক্তমঞ্চে। সেখানে আধিকারিক থেকে শুরু করে ছাত্র-ছাত্রী, গবেষক এবং শিক্ষা কর্মীদের বিভিন্ন জন মুক্তমঞ্চে তাদের প্রদর্শন করেন। নৃত্য-সঙ্গীত এবং কবিতা আবৃত্তির মধ্য দিয়ে বর্ণাঢ্যভাবে এই অনুষ্ঠান চলে। বাচিকশিল্পী পিনাকী চট্টোপাধ্যায় অসাধারণভাবে কবিতা আবৃত্তি করেন। এই অনুষ্ঠানকে সামনে রেখে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক গৌতম পাল। বিশ্ববিদ্যালয়ের ওয়েবকুপার যুগ্ম আহ্বায়ক অধ্যাপক নন্দকুমার ঘোষ এবং অধ্যাপক সুজয় কুমার মন্ডল জানান, বিশ্ববিদ্যালয়ের নজির সৃষ্টি হলো বসন্ত উৎসবের প্রারম্ভন দিয়ে। বিশ্ববিদ্যালয়ে যে অচলাবস্থা চলছে, এই বিবাদমান সময়ে বসন্ত উৎসবের মতো এই আনন্দঘন মুহূর্ত বিশ্ববিদ্যালয় সমস্ত স্তরের মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক গড়ে তুলবে। মিলনের বার্তা নিয়েই বসন্ত উৎসবের আয়োজন করি আমরা। পরবর্তী সময়ে এই উৎসবকে আরও বৃহত্তর রূপ দেওয়ার চেষ্টা করা হবে। বিশ্ববিদ্যালয়ে যে অচলাবস্থা চলছিল সেখানে দাঁড়িয়েই অনুষ্ঠান ছিল অত্যন্ত তাৎপর্যমণ্ডিত। তৃণমূলের ছাত্র নেতা তুহিন ঘোষ জানান, 'বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ বঞ্চিত হয়ে বিমুক্ত অবস্থায় পড়ে ছিল দীর্ঘদিন। আজ বসন্তে তা অত্যন্ত শোভা পাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের একাংশের বিরোধ থাকা সত্ত্বেও তৃণমূল ছাত্র পরিষদ ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবকুপা ইউনিট অত্যন্ত সাফল্যের সঙ্গে অনুষ্ঠান শেষ করেছে।' বিশ্ববিদ্যালয়ের গবেষক, ছাত্র-ছাত্রীদের মধ্যে এই অনুষ্ঠান নিয়ে উন্মাদনা ছিল চোখে দেখার মতো।