মালদায় অভিনব বিয়ে, বরকনের অঙ্গদানের অঙ্গীকার
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:৩২ পিএম, ৫ মার্চ ২০২০ বৃহস্পতিবার
মালদা জেলার কালিয়াচক থানার গোলাপগঞ্জ কামারপাড়া গ্রামের বাসিন্দা যুবরাজ ত্রিবেদী ও রাধার বিয়েতে প্রত্যেক আমন্ত্রিত ব্যাক্তিকে দেওয়া হলো রির্টান উপহার একটি করে গাছ।। তার সাথে অনেক মানুষ আছে যারা এই পৃথিবী আলো এখনো চোখে দেখতে পায়না তাদেরকে আলো দেখানোর জন্য বর কনে মৃত্যুর পরে অঙ্গদান পত্রে সাক্ষর করলেন।বর কনে ছাড়াও তাদের কাথে কাথ মিলিয়ে ত্রিবেদী পরিবার ছাড়াও বিয়ে বাড়িতে আসা আত্মীয়েরা প্রায় ২১ জন আরও অঙ্গিকার পত্রে সাক্ষর দান করেন।।বিয়ে বাড়ি পুরো প্যান্ডেলে জুড়ে লাগানো ছিল মনীষীদের বিভিন্ন রকম উক্তি।।সমাজিক কামকর্ম নিয়ে প্লাকর্ড এছাড়া ও রক্তদান জীবন দান নিয়ে প্লাকার্ড।।জাত নয় ধর্ম নয় মানুষ মানুষের জন্য।। রির্টান উপহার পেয়ে আমন্ত্রিত প্রত্যেকেই খুব খুশি হয়েছে।।সমাজের বিশিষ্ট ব্যাক্তিরাও সাধুবাদ জানিয়েছেন পুরো ব্যাপারটাই।।আজকের সময়ে এইরকম বিয়ে দেখতে পেয়ে সকলেই খুব খুশি।।