- বন্যপ্রান দিবসে বন্যপ্রাণী নিয়ে আলোচনা সেরকম নজরে এলো না
সংবাদদাতা মালবাজার
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:২৪ পিএম, ৩ মার্চ ২০২০ মঙ্গলবার
বন্যপ্রান দিবসে বন্যপ্রাণী নিয়ে আলোচনা সেরকম নজরে এলো না।
সংবাদদাতা,মালবাজার,৩মার্চ।মঙ্গলবার ছিল বন্যপ্রান দিবস। অথচ এই দিনে ডুয়ার্সের বনের জন্তুজানোয়ার সাথে মানুষের সংঘাতপুর্ন অঞ্চলে সেরকম কোন আলচনা নজরে এলো না। বনবিভাগের তরফে কিম্বা স্বেচ্ছাসেবী সংস্থা গুলির পক্ষ থেকে প্রচারাভিযান ছিল না। এনিয়ে মালের বন্যপ্রান শাখার রেঞ্জার বিভুতি ভুষন দাস বলেন, আজ আমাদের বিশেষ কোন প্রোগ্রাম নেই। তবে আগামীকাল থেকে চোরা শিকারিদের ধরতে পোচিং বিরোধী নাকা চেকিং শুরু করব। দুটো টিমে বিভক্ত হয়ে গরুমারা ও কাঠামবাড়ি রেঞ্জের সাথে এই কর্মসূচি পালন করব।
বন্যপ্রান শাখার খুনিয়া রেঞ্জের রেঞ্জার রাজকুমার লাইক বলেন,গতকালই লোকালয়ে ঢুকে পড়া এক বাইসন নিয়ে ব্যাস্ত ছিলাম। প্রতিদিন এভাবেই কাটে। আজ আলাদা ভাবে সেরকম প্রোগ্রাম করিনি।
মাল মাউন্টেন ট্রেকার ফাউন্ডেশনের সহ কয়েকটি সংস্থা এই সময় বনাঞ্চলে কে বা কারা যেন আগুন লাগায়। এতে বনের পশুপাখি, সরীসৃপ সহ অন্যান্য প্রানীরা সমস্যায় পড়ে। অনেকে মারা যায়। এনিয়ে সচেতনতা শিবির করে।