শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তিন শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বীরভূমের লোকপুর হাই স্কুলে

সেখ রিয়াজউদ্দিন

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:৩০ এএম, ৩ মার্চ ২০২০ মঙ্গলবার

বীরভূম:

বীরভূম জেলার খয়রাশোল ব্লকের লোকপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের তিন শিক্ষক দ্বিজেন পাল, রঞ্জিত পাল ও স্বপন গড়াই কে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে প্রাপ্তন, বর্তমান পড়ুয়া সহ শিক্ষক, অভিভাবকদের উপস্থিতিতে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। প্রধান শিক্ষক স্বাগত বক্তব্যের মাধ্যমে স্কুল সহ উক্ত শিক্ষকদের স্কুলের কাজকর্মের দিকগুলো তুলে ধরেন। সেই সাথে উপস্থিত বর্তমান,প্রাপ্তন ছাত্র ছাত্রী, শিক্ষক, অভিভাবক সকলে স্মৃতি বিজড়িত দিন সম্পর্কে আলোকপাত করা হয়। এদিনের মহতি সভায় উপস্থিত ছিলেন অবর বিদ্যালয় পরিদর্শক রবিউল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক তারাদাস চ্যাটার্জি, হারাধন পাল,প্রাপ্তন পরিচালন কমিটির সভাপতি দীপক ভট্টাচার্য্য, সদস্য আকবর আহমেদ প্রমুখ। শিক্ষক সুবোধ লাহা ও শিক্ষক বিমান সাহার স্বরচিত কবিতা র পাশাপাশি শিক্ষক মনোজ বিশ্বাস নিজ রচিত,সুরারিত হৃদয় বিদারক গান গেয়ে উপস্থিত  সকলের মনে দাগ কাটে। মানপত্র ও উপহার সামগ্রী তিন শিক্ষকের হাতে তুলে দেন শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে থেকে। এদিন বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে এসে একদা এই স্কুলের শিক্ষক তারাদাস চ্যাটার্জি এক সাক্ষাৎকারে জানান এই বিদ্যালয় থেকে আমাদের হাতে গড়া বহু ছাত্র ছাত্রী স্বমহিমায় প্রতিষ্ঠিত বিশেষ করে অপূর্ব নন্দী আমেরিকায় গবেষণারত, মহম্মদ রিজওয়ানুর জামান কোলকাতা লেবার কমিশনার পদে কর্মরত, এরকম বহু নজির রয়েছে । পাশাপাশি আজকে বিদায় সংবর্ধনায় সংবর্ধিত শিক্ষক দিজেন পাল ও বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের পড়ুয়াদের জন্য বার্তা দেন ঠিক ভাবে পড়াশোনা করে ভালো মানুষ হওয়ার।