সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সিলেট টেস্ট জিততে বাংলাদেশকে গড়তে হবে নতুন রেকর্ড! 

স্পোর্টস ডেস্ক

দৈনিক জাগরণ

প্রকাশিত : ০৫:০৮ পিএম, ৫ নভেম্বর ২০১৮ সোমবার

 

তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়েকে মাত্র ১৮১ রানে বেঁধে ফেলল  টাইগাররা। জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৩২১।  সংখ্যাটা দেখে জয়টা যত সহজ মনে হচ্ছে আসলেই কি তাই?
 
এখন পর্যন্ত ১০টি টেস্ট ম্যাচ জেতা বাংলাদেশের সর্বোচ্চ তাড়া করে জেতার রেকর্ড ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই ম্যাচে সাকিব-আল হাসানের দুরন্ত পারফর্মেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১৬ রান তাড়া করে জেতে টাইগাররা। সেটিই এখন পর্যন্ত রেকর্ড বাংলাদেশের জন্য। আর এখন লক্ষ্যটা তো ৩২১ রান। যেখানে প্রথম ইনিংসেও ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১৪৩ রানে অলআউট টিম বাংলাদেশ।  

১৪০ রানে এগিয়ে থেকে আজকের দিনের খেলা শুরু করেন গতদিনের জিম্বাবুয়ের দুই অপরাজিত ব্যাটসম্যান হ্যামিল্টন মাসাকাদজা ও ব্রায়েন চারী। তবে প্রথম ইনিংসের মতো এই ইনিংসেও ব্যর্থ চারী। মেহেদী হাসানের বলে বোল্ড হয়ে তিনি ফেরেন মাত্র ৪ রান করে।দ্বিতীয় উইকেট জুটিও বেশি দূর যেতে পারেনি। আঘাত আনেন গত ইনিংসে ৬ উইকেট নেওয়া তাইজুল। তার স্পিন ঘূর্ণিতে পরাজিত হয়ে ব্রেন্ডন টেলর সাজঘরে ফেরেন ব্যক্তিগত ২৪ রানে। তবে প্রথম ইনিংসের মতো এই ইনিংসেও বাংলাদেশি বোলারদের ভোগাতে শুরু করে অভিজ্ঞ মাসাকাদজা ও সেন উইলিয়ামস, গড়েন ৫৪ রানের জুটি। সে জুটি অবশ্য ভেঙে দেন মেহেদী মিরাজ। তুলে নেন নিজের দ্বিতীয় উইকেট। মাসাকাদজা ফেরেন ৪৮ রান করে। চা বিরতির আগে আরও দুই উইকেট হারিয়ে তখন অবশ্য জিম্বাবুয়ে বেশ রক্ষণাত্মক ব্যাটিংই শুরু করে।    

তবে চা বিরতি থেকে ফিরে আর বেশিক্ষণ লড়াই চালিয়ে যেতে পারেননি জিম্বাবুয়ের লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা। বাংলাদেশি স্পিনারদের স্পিন ঘূর্ণিতে তারা শেষ ৪ উইকেট হারায় মাত্র ১৬ রানের ব্যবধানে। বলার মতো ২৫ রান আসে সিকান্দার রাজার ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে এ ইনিংসেও আলো ছড়িয়েছেন স্পিনার তাইজুল ইসলাম। ৬২ রান খরচায় নিয়েছেন ৫ উইকেট। আর আগের ইনিংসে উইকেট শূন্য থাকা মিরাজ পেয়েছেন ৩ উইকেট। আর দুই ইনিংস মিলিয়ে তাইজুলের ঝুলিতে ১১ উইকেট। 

প্রথম ইনিংসে জিম্বাবুয়ে ১৩৯ রানে এগিয়ে থাকার সুবাদে বাংলাদেশের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৩২১ রান। তবে দ্বিতীয় ইনিংস বেশ ভালোভাবেই শুরু করেছে বাংলাদেশের দুই ওপেনার ইমরুল কায়েস ও লিটন কুমার দাস। কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে তুলেছেন ২৬ রান। আজও আলোক স্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই শেষ হয় দিনের খেলা। তাই এই টেস্ট জিততে শেষ দুদিনে বাংলাদেশের এখন দরকার আরও ২৯৫ রান। হাতে আছে ১০ উইকেটই। 

 

স্কোরবোর্ডঃ    


জিম্বাবুয়ে ২য় ইনিংস : ১৮১/১০; (মাসাকাদজা ৪৮, চারী ৪, , টেলর ২৪, উইলিয়ামস ২০, রাজা ২৫, মুর ০, চাকাভা ২০, ওয়েলিং মাসাকাদজা ১৭, মাভুতা ৬, জারভিস*১ , চাতারা ৮; তাইজুল ২৮.৪-৮-৬২-৫, নাজমুল অপু৬-১-২৭-২, রাহী ৭-১-২৫-০, মেহেদী ১৯-৭-৪৮-৩, মাহমুদুল্লাহ ৪-১-৭-০, মমিনুল ১-০-৪-০) 

উইকেটের পতন : ১-১৯ (চারী, ১২.২), ২-৪৭ (টেলর, ১৮.২), ৩-১০১ (মাসাকাদজা, ৩৬.১), ৪-১২১ (উইলিয়ামস, ৪১.৫), ৫-১২১ (মুর, ৪১.৬), ৬-১৩০ (রাজা, ৪৩.৩), ৭-১৬৫ (ওয়েলিংটন মাসাকাদজা, ৬২.৫), ৮-১৭২ (চাকাভা, ৬৪.৪), ৯-১৭৩ (মাভুতা, ৬৪.৬), ১০-১৮১ (চাতারা, ৬৫.৪) 

 

বাংলাদেশের ২য় ইনিংস : ২৬/০, (কায়েস* ১৪, লিটন* ১২; জারভিস ৫-২-১১-০, চাতারা ৫-১-১৫-০, রাজা ০.১-০-০-০)