হাসপাতালে প্রবেশে নিষেধাজ্ঞা চাঞ্চল্য ইসলামপুরে
জব্বার আলী, ইসলামপুর
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৮:০৮ পিএম, ২ মার্চ ২০২০ সোমবার
ইসলামপুরঃ ইসলামপুর মহকুমা হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতালে সাংবাদিকদের প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। এ বিষয়ে সোমবার হাসপাতালে আচমকাই নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়। সেখানে হাসপাতাল সুপারের স্বাক্ষর করা রয়েছে।
ওই নোটিশে জানানো হয়েছে যে, হাসপাতালের ভেতর কোনও খবর সংগ্রহ করতে যাওয়া কিংবা ছবি তুলতে যাওয়ার ক্ষেত্রে সাংবাদিকদের হাসপাতালে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। ইসলামপুরের সাংবাদিক মহল এই নিয়মের তীব্র বিরোধিতা করেন। তারা জানতে চান হাসপাতাল কর্তৃপক্ষের কাছে, আদৌ স্বাস্থ্য দপ্তরের এবিষয়ে নির্দেশিকা রয়েছে কিনা। যদি থেকে থাকে তা প্রকাশ করা হোক। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ এ ধরনের কোন নির্দেশিকা সাংবাদিকদের কাছে তুলে ধরতে পারেননি। যদিও এরপর আবার সেই বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট স্থান থেকে সরিয়ে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
উত্তর দিনাজপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ আর এন প্রধান জানিয়েছেন, এখন পর্যন্ত এ বিষয়ে স্বাস্থ্য ভবনের কোনো নির্দেশ পাইনি। তবে হাসপাতালে খবর সংগ্রহ করতে যাওয়ার ক্ষেত্রে কেউ ঢুকলে সেখানে অনুমতি নিলে সুবিধা হয়। কারণ একসাথে মিডিয়ার সঙ্গে অনেকেই প্রবেশ করলে রোগীর অসুবিধা হতে পারে কিংবা চিকিৎসায় বিঘ্ন ঘটতে পারে। যদিও মঙ্গলবার কালিয়াগঞ্জে মুখ্যমন্ত্রীর কর্মসূচি রয়েছে। তা নিয়ে তিনি ভীষণ ব্যস্ত রয়েছেন। মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানের পর এ নিয়ে একটি বৈঠকে সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন তিনি।