রোববার   ১৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আদিবাসী মহিলারা মদ বন্ধের দাবিতে রাজনগর থানায় স্মারকলিপি দিলেন।

খান আরসাদ, বীরভূম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:২৩ পিএম, ১ মার্চ ২০২০ রোববার

 

রাজনগরের বারোমাসিয়া গ্রামের আদিবাসী মহিলারা গ্রামে অবৈধ ভাবে মদ বিক্রি বন্ধের দাবিতে রাজনগর থানা স্মারকলিপি দিল। রবিবার দুপুরে রাজনগর থানায় গ্রামের মহিলারা উপস্থিত হয়ে এই স্মারকলিপি জমা দেন। তারা জানান গ্রামে অবৈধ মদের কারবার চলায় গ্রামের পরিবেশ নষ্ট হচ্ছে। বাড়ির ছোট ছোট ছেলেরাও নেশাগ্রস্ত হয়ে পড়ছে। তাতে তাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। বাড়ির বড়রাও নেশাগ্রস্ত হয়ে বাড়িতে এসে অশান্তি করছে। ফলে বীতশ্রদ্ধ হয়ে গ্রামের মহিলারা রাজনগর থানা স্মারকলিপি দেন।

 স্থানীয় তৃণমূল নেতারাও আদিবাসী মহিলাদের পাশে দাঁড়িয়েছেন। তৃণমূল নেতা মহঃ সরিফ জানান অবৈধভাবে মদের কারবারের ব্যাপারটি পুলিশ প্রশাসনকে জানানো হল। আশা করা হচ্ছে তারা যথোপযুক্ত পদক্ষেপ নেবেন। তৃণমূল দল চায় গ্রামে ভালো পরিবেশে গড়ে উঠুক।