রোববার   ১৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনগরে নাবালকের বিয়ে রুখল প্রশাসন।

খান আরসাদ, বীরভূম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:২১ পিএম, ১ মার্চ ২০২০ রোববার

 

বীরভূমের রাজনগরের শাকিরপাড়া গ্রামে গিয়ে এক নাবালক ছেলের বিয়ে রুখল প্রশাসন । চাইল্ড লাইনের সদস্য মৃণাল কান্তি চক্রবর্তী জানান তারা খবর পান রাজনগরের রমজিপাড়া গ্রামের একটি নাবালক ছেলের সাথে সাকির পাড়া গ্রামের একটি মেয়ের বিয়ে হচ্ছে। তারা খবর পেয়ে রাজনগর থানার পুলিশকে নিয়ে সাকির পাড়া গ্রামে যান। সেখানে বিয়ে করার জন্য উপস্থিত হয়েছিল ওই নাবালক। সঙ্গে ছিল তার পরিবারের অন্যান্য সদস্যরা।

 শাকির পাড়া গ্রামে গিয়ে চাইল্ড লাইনের সদস্য এবং রাজনগর থানার পুলিশ আধিকারিকরা ওই নাবালকের পরিবারের লোকের সঙ্গে কথা বলেন এবং তাদেরকে বাল্যবিবাহের কুফল ও তার আইনগত দিক গুলি ভালোভাবে বোঝান। অবশেষে বিয়েটি বন্ধ হয়ে যায়।