পাম্প মেসিনে পিষ্ট হয়ে পাম্প অপারেটরের মৃত্যু চাবাগানে
সংবাদদাতা মালবাজার
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:৪৩ পিএম, ১ মার্চ ২০২০ রোববার
- পাম্প মেসিনে পিষ্ট হয়ে পাম্প অপারেটরের মৃত্যু চাবাগানে।
।পাম্প মেসিনে পিষ্ট হয়ে পাম্প অপারেটরের মৃত্যু হলো চা বাগানে। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মাল ব্লকের নিদাম চাবাগানে।মৃতের নাম লালন মিশ্র (৪৫)। বাড়ি ওই চাবাগানে। ঘটনার পর ঘটনা স্থলে মাল থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।
স্থানীয় সুত্রে জানাগেছে, এই সময় ডুয়ার্সের চাবাগান গুলিতে চাবাগানের বিভিন্ন নদী ও ঝোড়ার জল আটকে বড় বড় পাম্পের সাহায্যে জল তুলে চা গাছে সেচ দেয়। নিদাম চাবাগানে শুখা ঝোড়ার পাসে একটি পাম্প মেসিনে রয়েছে। মৃত লালন মিশ্র ওই পাম্প মেসিনের অপারেটর ছিলেন। শনিবার সন্ধ্যা ৭ টা নাগাদ তখন পাম্প মেসিন চলছিল। আচমকা মৃত লালন মিশ্র ওই বড় পাম্প মেসিনের মধ্যে পড়ে গিয়ে মোটর ও পাম্পের পুলির মাঝে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন চাবাগানের সহকারী ম্যানেজার ও শ্রমিকরা। ঘটনার পর শ্রমিকরা খানিক ক্ষুব্ধ হয়ে ওঠে। পরে মাল থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে।
চাবাগানের ম্যানেজার অলোক শর্মা বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। মৃত ব্যাক্তি এই চাবাগানের স্থায়ী কর্মী ছিল। শুরু থেকেই ওই কর্মী ওই পাম্পে অপারেটরের কাজ করত। অপারেটিং সুইস উপরে পাম্প ঘরে ছিল। পাম্প নিচে ছিল। কেন ওই কর্মী নিচে গেল জানিনা। ঘটনার সময় শিলিগুড়ি ছিলাম। খবর পেয়ে এসেছি। সন্ধ্যা ৬.৩০ মিনিটে পাম্প বন্ধ করে বাড়ি চলে যাওয়ার কথা। কিভাবে ঘটলো বোঝা যাচ্ছে না। এই দুর্ঘটনার জন্য দুঃখিত। তবে চাবাগান কর্তৃপক্ষ সাধ্য অনুযায়ী ক্ষতি পুরন দেবে।
মাল থানার ওসি শুভাশিস চক্রবর্তী জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এই ঘটনায় চাবাগানে শোকের ছাঁয়া নেমে আসে।