১১ দফা দাবী নিয়ে হাট ব্যবসায়ীদের ডেপুটেশন ও মিছিল
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৭:২৩ পিএম, ২৯ ফেব্রুয়ারি ২০২০ শনিবার
১১দফা দাবী নিয়ে মালবাজার এলাকার হাট ব্যবসায়ীরা মহকুমাশাসকের কাছে স্মারক লিপি দিল এবং শহরের রাস্তা ধরে মিছিল করে। শনিবার দুফুর ১২ নাগাদ হাট ব্যবসায়ীরা মাল মহকুমাশাসকের দপ্তরে আসেন। তাদের ১১দফা দাবীর স্মারক লিপি এসডিওর সাথে দেখা করে তার হাতে তুলে দেন। পরে শহরের পথে মিছিল করেন। পরে হাট ব্যবসায়ী সমিতির সম্পাদক কমল দত্ত বলেন, আমদের মাল মহকুমা এলাকায় কয়েক শত হাট ব্যবসায়ী আছে। ডুয়ার্সের বিভিন্ন হাটে ব্যবসা করি। এই কাজ করতে গিয়ে নানান নানান সমস্যার সামনে পড়ছি। যেমন,হাট গুলিতে পানীয়জল,নিরপত্তার কোন ব্যবস্থা নেই। হাটের জমি দখল করে বাড়িঘর গড়ে উঠছে। হাটের জমি সংকুচিত হচ্ছে। জীবনের ঝুকি নিয়ে এই হাট ব্যবসায়ীরা ট্রাকে মালপত্র নিয়ে যাতায়াত করে। হাট ব্যবসায়ীদের কাছে চাবাগানের হাট ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।সম্প্রতি চা বাগান গুলি বায়োমেট্রিক পদ্ধতি চালু করায়। হাটে বেচাকেনা বন্ধ হয়ে গেছে। বড়দীঘি, সোনগাছি, সহ বিভিন্ন বাগানে হাট বন্ধ হয়ে গেছে। জেলা পরিষদ এই হাট গুলি থেকে নিয়মিত খাজনা নেয়। অথচ পরিস্কার করে না। আমরা এই সব বিষয় এসডিওর কাছে তুলে ধরেছি। উনি দেখবেন বলেছেন।এছাড়া মানুষকে জানাতে মিছিল করলাম। স্মারক লিপির কপি সব মহলে পাঠিয়েছি।
এনিয়ে মালের এসডিও বিবেক কুমার বলেন, ওনারা স্মারক লিপি দিয়েছেন। সব বিষয়গুলি অবগত নই। বিষয়গুলি সংশ্লিষ্ট মহলে জানাব।