রোববার   ১৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে মালে এসডিওর কাছে স্মারক লিপি

সংবাদদাতা মালবাজার

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:১৫ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার

আলিপুরদুয়ার জেলার ফালাকাটা শহরে বুধবার প্রকাশ্য দিবালোকে এক দৈনিক পত্রিকার সাংবাদিক সুকমল ঘোষকে মারধোর করে কিছু দুস্কৃতি।প্রকাশিত সংবাদ পছন্দ না হওয়ায় এই ঘটনা ঘটায় বলে জানাগেছে। এই নিন্দনীয় কাজের প্রতিবাদ জানিয়ে মাল মহকুমা এলাকার সাংবাদিকরা বৃহস্পতিবার মাল মহকুমা শাসকের কাছে স্মারক লিপি দেয়। এদিন বিকাল ৩টা নাগাদ মাল এলাকায় বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা মহকুমাশাসক বিবেক কুমারের সাথে দেখা করে তার স্মারক লিপি তুলে দিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আবেদন করেন। পরে সাংবাদিকদের পক্ষে রাজেন প্রধান বলেন, সাংবাদিকরা সামাজিক দায়িত্ব নিয়ে বিভিন্ন মাধ্যমে খবর করেন। সেই খবর হয়তো কারো পছন্দ না হতে পারে। হয়তো সাংবাদিকের ভুল হতে পারে। তার জন্য আইন আছে। এভাবে প্রকাশ্য রাস্তায় মারধোর অপরাধ মুলক কাজ। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আবেদন করেছি। 
এনিয়ে মালের এসডিও বিবেক কুমার জানান, বিষয়টি নিন্দনীয়। যথাযোগ্য জায়গায় জানাব। এদিন সংবাদকর্মী দের ছিলেন রাজেন প্রধান (আজতক) বিদেশ বসু (উত্তর বঙ্গ সংবাদ) অমিতাভ ভট্টাচার্য (আজকাল)  সৈয়দ নিজাম (বর্তমান) দেবজ্যোতি চ্যাটার্জি (উত্তরের সারাদিন)  অরুপ বসাক (জি নিউজ) সব্যসাচী ঘোষ (আনন্দবাজার) প্রমুখ।