বীরভূমের লাউবেড়িয়া গ্রামে ফ্লোরাইড রিমুভেবল প্লান্টের শুভ উদ্বোধন
সেখ রিয়াজ উদ্দিন, বীরভূম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:৫২ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার
বীরভূম জেলায় পানীয় জলে মাত্রাতিরিক্ত ফ্লোরাইড সমস্যার সরকারি তথ্য পাওয়ার পর স্বেচ্ছাসেবী সংগঠন "Water for People India Trust"-এর উদ্যোগে এবং "National Stock Exchange"-এর আর্থিক সহায়তায় বীরভূম জেলার খয়রাশোল ব্লকের খয়রাশোল গ্রামপঞ্চায়েতের লাউবেড়িয়া গ্রামের ধর্ম্মরাজ মন্দিরের সন্নিকটে একটি 'ফ্লোরাইড রিমুভেবল প্লান্ট'-এর শুভ উদ্বোধন হলো আজ বৃহস্পতিবার। এই প্লান্টের শুভ উদ্বোধনে "Water for People India Trust"-এর পক্ষে ডেনভার থেকে উপস্থিত ছিলেন চিফ প্রোগ্রামস অফিসার মার্ক ডুউ, খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল গায়েন, খয়রাশোল গ্রামপঞ্চায়েতের উপপ্রধান মাননীয় ভূপেন্দনাথ ঘোষ, স্থানীয় VWSC সদস্য মাননীয় সমীরণ মন্ডল সহ " Water for People India Trust"-এর দিল্লি, কলকাতা ও খয়রাশোল অফিসের প্রতিনিধিবৃন্দ।
এই ফ্লোরাইড রিমুভেবল প্লান্ট থেকে লাউবেড়িয়া গ্রামের ১৫০ পরিবার এবং তার আশেপাশে প্রায় ৩৫০ পরিবার ফ্লোরাইড পরিশোধিত পানীয় জল গ্রহণ করতে পারবেন।
এই ফ্লোরাইড রিমুভেবল প্লান্টের রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রামের মানুষজন সম্মিলিতভাবে গ্রহণ করেছেন।