রোববার   ১৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বসন্তকালীন বৃষ্টি

ফের শীতের আমেজ উত্তরবঙ্গে

জব্বার আলী, ইসলামপুর

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:৩০ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার


ফের শীতের আমেজ  উত্তরবঙ্গের  উত্তর দিনাজপুর জেলা, দক্ষিণ দিনাজপুর জেলা ,পাশাপাশি আলিপুরদুয়ার ,জলপাইগুড়ি এবং শিলিগুড়িতে ।প্রচন্ড বৃষ্টির কারণে ফের ঠান্ডার আমেজ এ।দিন ইসলামপুর সহ উত্তর দিনাজপুর জেলার তাপমাত্রা অনেকটাই নিচে নেমে যায় সকাল থেকে আবহাওয়া মেঘলা থাকলেও সন্ধ্যের দিকে কালো আকাশে মেঘ ঢেকে যায় এবং প্রচন্ড পরিমানে বৃষ্টি হতে শুরু করে ।লোকজনহীন হয়ে ওঠে  এলাকা এবং দোকানপাট সব বন্ধ হয়ে যায় ।পাশাপাশি এদিন শিলিগুড়ি এবং জলপাইগুড়ি ও পার্শ্ববর্তী পাহাড়ি এলাকা কার্শিয়াং কালিম্পং এবং দার্জিলিং বৃষ্টির খবর পাওয়া গেছে ।এদিন গাইসাল এবং পান্জিপারা এলাকাতে শিলা বৃষ্টির খবর পাওয়া গেছে ।শিলিগুড়ি ও জলপাইগুড়িতে গত দু'দিন তাপমাত্রা কিছুটা বাড়লেও সোমবার রাত থেকে বৃষ্টিতে তাপমাত্রা অনেকটাই কমে ঠান্ডা পড়ল শহরে। রাতের দিকে কালো মেঘে ঢেকে যায় আকাশ। হাওয়ার সঙ্গে শুরু হয় বৃষ্টি । মঙ্গলবার ডুয়ার্সের বিভিন্ন জায়গার পাশাপাশি জলপাইগুড়ি ও শিলিগুড়ি শহরও বৃষ্টিতে ভিজছে। 
আবহাওয়া দফতর সুত্রের খবর আকাশে মেঘ থাকায় রাতে বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে । এদিকে বৃষ্টির কারণে রাস্তাতে সাধারণ মানুষের যাতায়াত ছিল যথেষ্ট কম। মঙ্গলবার সকাল থেকেই শিলিগুড়ি-জলপাইগুড়ি এবং পার্শ্ববর্তী উত্তর দিনাজপুর  জেলার বিভিন্ন অংশে প্রচুর বৃষ্টি হয়েছে এবং তাপমাত্রা নেমে গিয়েছে। বসন্তকালীন এই বৃষ্টিতে এলাকার চাষিরা কেউ খুশি আবার কেউ খুশি বিশেষ করে খুশি তারা যারা চা বাগিচার মালিক ।কারণ এইসময় চা বাগানগুলোতে সীর এবং কীটনাশক প্রয়োগ করা হচ্ছে নতুন পাতা গজানোর জন্য ।ফলে বৃষ্টিতে তারা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।অপরদিকে আলু চাষে যারা আলো তুলতে ব্যস্ত তাদের অনেকেরই বৃষ্টিতে আলু ভিজে যাওয়ায়ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে বলছেন কৃষকরা ।অন্যদিকে সবজি চাষে বসন্তকালীন সবজি চাষে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন চাষিরা। সবমিলিয়ে বসন্তকালীন এই বৃষ্টিতে চাষীদের প্রতিক্রিয়া মিশ্র।