শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বীরভূমের খুষ্টিগিরীতে ঊরস উৎসব ও সম্প্রীতির মিলন মেলা।

খান আরসাদ, বীরভূম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:২৬ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার

 

বীরভূমের পাড়ুই থানার অন্তর্গত খুষ্টিগিরীতে বিশিষ্ট সূফীসাধক  সৈয়দ শাহ আব্দুল্লাহ কেরমানী (রহঃ) এঁর ঊরস উৎসব ও সম্প্রীতি মেলা মহাসমারোহে চলছে। এই মেলা আগামী ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে। ২৪ ফেব্রুয়ারী উদ্বোধন এই অনুষ্ঠানে 'শুভ্র নিশান' উত্তোলন করেন পীরজাদা সৈয়দ মাহযুযুর রহমান কেরমানী। ঊরস অনুষ্ঠানের উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের আলহাজ্ব জিয়াউল ইসলাম সাহেব। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিশ্বশান্তির উদ্দেশ্যে বিশেষ প্রার্থনা করেন ও শ্বেত কপোত ওড়ান খুষ্টিগিরী দরগাহ শরীফের বর্তমান পীর হজরত সৈয়দ শাহ মোহাম্মদ বজলে রহমান কেরমানী সাহেব। সুফী সম্মেলনে বহু সুধীজন মানবতাবাদের উপর আলোকপাত করেন। তাঁদের মধ্যে বিশেষ ভাবে উল্লেখযোগ্য তপন কুমার রায়, সোমনাথ মুখোপাধ্যায়, সাংবাদিক কাঞ্চন সরকার ও শেখ নিজাম আলম। এছাড়া বোলপুর কেন্দ্রের সাংসদ মাননীয় শ্রী অসিত মাল সম্প্রীতিক্ষেত্র খুষ্টিগিরীর ঐতিহ্য তুলে ধরেন। এখানে স্বাস্থ্য পরিষেবার জন্য একটি আধুনিক এম্বুলেন্সের ব্যাবস্থা করে দেবার আশ্বাস দেন। ইলামবাজার ব্লক এর বিডিও মোহাম্মদ জসীমউদ্দীন মন্ডল তার তরফ থেকে প্রয়োজনীয় সহযোগিতারও আশ্বাস দেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বীরভূম সেন্ট এন্ড্রুজ স্কুলের প্রিন্সিপাল তুষার কান্তি ঘোষ মহাশয়। এই অনুষ্ঠানে সুফী শিক্ষা চক্রের পক্ষ থেকে খুষ্টিগিরী দরগাহ শরীফের মোতাওয়াল্লী ও সজ্জাদানেশীন হজরত সৈয়দ শাহ মোহাম্মদ বজলে রহমান কেরমানী সাহেবকে বিশিষ্ট সমাজসেবী, মানবতাবাদী, সুফীদরবেশ হিসেবে একটি মানপত্র দিয়ে সংবর্ধনা জানানো হয়। ঐদিন সন্ধ্যায় দরগাহ শরীফের পক্ষ থেকে সৈয়দ শাহ হাফিজুর রহমান সাহেবের পরিচালনায় মাজার শরীফে পবিত্র চাদর নিবেদন করা হয়। ২৫ ফেব্রুয়ারী পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড ও বিহারের বিভিন্ন প্রান্ত থেকে  কেরমানী সাহেবার শিষ্য-ভক্তদের আগমন শুরু হয়েছে। এই দিন সন্ধ্যা থেকে সারারাত্রিব্যাপি বাবা কেরমানীর জীবনচরিত ও সুফীদের মানবতাবাদের বিষয়ে বিশিষ্ট আলেম-ওলামা বক্তৃতা প্রদান করে থাকেন। এখানে কাওয়ালী, মরেফাতি, মুর্শীদি ও মানবধর্মী সংগীতের আয়োজনও করা হয়ে থাকে। এই ঊরস উৎসব ও সম্প্রীতিমেলা মূলত মহামানব হজরত আব্দুল্লাহ কেরমানীর স্মৃতি উৎসব। তাঁর আবির্ভাব ৮৫৪ বঙ্গাব্দে। তিনি বিশ্বনবীর ২৭ তম বংশধর। তাঁর উর্দ্ধতন গুরু প্রসিদ্ধ সুফী খাজা মঈনুদ্দিন চিশতী (রহঃ)। বাবা কেরমানীর আদর্শ ও ঐতিহ্যের ধারা খুষ্টিগিরীতে আজও প্রবাহমান। এখানে অজস্র মানুষ মনস্কামনা পূরণে আসেন।