দৃষ্টিশক্তির 85% অক্ষমতা,মাধ্যমিক পরীক্ষায় সাহায্যহীন পরীক্ষার্থী
সাজ্জাদ হোসেন আহমদ
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:৩৯ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২০ সোমবার
চোখে ঠিকমতো দেখেন না। দৃষ্টিশক্তির অক্ষমতায় 85% থাকা সত্ত্বেও, বড়মড়িচা দেলোয়ার হোসেন হাই স্কুলের ছাত্র রমনী কুমার বর্মন এবারের মাধ্যমিক পরীক্ষার্থী হিসেবে বোর্ডের তরফ থেকে কোনো রকম সহযোগিতা পেল না। ফলে পরীক্ষার খাতায় কোনো মতে নিজের নাম লিখেই সাদা পাতা জমা দিতে বাধ্য হয়েছে বলে অভিযোগ মাধ্যমিক পরিক্ষার্থী রমনীর। বিশেষ ভাবে সক্ষম হলেও স্কুল অথবা কর্তৃপক্ষের কোনো রকম সহযোগিতা না পাওয়ায় নিরাশ রমনী কূমার বর্মন এর কাছেই জানা গেল, পরীক্ষার ফর্ম ফিলাপের সময়ে স্কুলের হেডমাষ্টারকে জানানো হয়েছিল, এমনকি কাগজপত্রের জেরক্স কপিও জমা দেওয়া হয়েছে। তা সত্ত্বেও হেডমাষ্টার যে কেন ব্যবস্থা নিল না তা জানি না।
বড়মরিচা দেলোয়ার হোসেন হাই স্কুলের ছাত্রছাত্রীদের মাধ্যমিক পরীক্ষার সেন্টার হলো শীতলখুচী গোপীনাথ হাই স্কুল। গোপীনাথের হেডমাষ্টার মৃত্যুঞ্জয় বনিক জানালেন, ছেলেটির কোনো রেকর্ড আমাদের কাছে নেই তাছাড়াও সেন্টার ইনচার্জ এবিষয়ে কোনো নির্দেশিকা স্কুলকে দেয় নি, এ ক্ষেত্রে আমাদের কিছু করার নেই।