সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনগরে তাঁতিপাড়া অঞ্চল তৃনমূলের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট

খান আরশাদ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১২:০৮ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২০ সোমবার

বীরভূম

বীরভূমের রাজনগর ব্লকের তাঁতিপাড়া অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজন করা হয়েছিল একটি নক আউট ক্রিকেট টুর্নামেন্টের। এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলাটি অনুষ্ঠিত হলো তাঁতিপাড়া গ্রামের ডাক্তারডাঙ্গা ময়দানে। গত ১৬-ই ফেব্রুয়ারি এই ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেছিলেন রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন সুকুমার সাধু। মোট ১৬টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। চূড়ান্ত পর্বের খেলায় মুখোমুখি হয় ঝাড়খণ্ডের খেজুরি ক্রিকেট টিম বনাম সিউড়ি জয়দীপ একাদশ। প্রথমে ব্যাট করতে নেমে জয়দীপ একাদশ ৭ উইকেটে ৮২ রান করে। এর জবাবে খেজুরি ক্রিকেট টীম নির্ধারিত ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৬ রান করতে সক্ষম হয় । চ্যাম্পিয়ন হয় জয়দীপ একাদশ। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন কেরামন এবং ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন ছোটু। চ্যাম্পিয়ন দলকে উদ্যোক্তাদের পক্ষ থেকে ট্রফিসহ ১০ হাজার টাকা এবং রানার্স দলকে ট্রফি সহ ৭ হাজার টাকা পুরস্কার হিসেবে দেওয়া হয়। চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে এদিন  উপস্থিত ছিলেন সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডাঃ অশোক চট্টোপাধ্যায, রাজনগর ব্লক তৃনমূল কংগ্রেসের চেয়ারপার্সন তথা রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত-কর্মাধক্ষ সুকুমার সাধু, রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমিত্র সিংহ, অঞ্চল তৃণমূল সভাপতি বিদ্যুৎ ব্যানার্জি, তাতিপাড়া অঞ্চল তৃণমূল যুব-সভাপতি কৌশিক মন্ডল, গ্রাম-পঞ্চায়েত প্রধান মলয় রায়, শিক্ষক দ্বিজেন্দ্র লাল দাস, শিক্ষক জগদানন্দ দাস সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। অঞ্চল সভাপতি বিদ্যুৎ ব্যানার্জ্জী ও অঞ্চল যুব সভাপতি কৌশিক মন্ডল জানান এলাকায় যুব সম্প্রদায়কে খেলাধুলার প্রতি উৎসাহ দিতেই তৃনমূলের পক্ষ থেকে এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল।