রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খাশোগি বের হন সুটকেসবন্দি লাশ হয়ে

জাগরণ ডেস্ক

দৈনিক জাগরণ

প্রকাশিত : ০২:১৭ পিএম, ৫ নভেম্বর ২০১৮ সোমবার

 

লেখক জামাল খাশোগির টুকরো মরদেহ পাঁচটি সুটকেসবন্দি অবস্থায় ইস্তানবুলের সৌদি দূতাবাস থেকে বের করা হয়েছিলো বলে জানিয়েছে তুরস্কের জাতীয় দৈনিক ‘সাবাহ’। রোববার আলজাজিরা পত্রিকার বরাত দিয়ে এ খবর প্রকাশ করে।

প্রতিবেদনে, নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে বলা হয়,ইস্তানবুলে সৌদি দূতাবাসে খাশোগিকে হত্যার পর তার টুকরো করা মরদেহ ওই দূতাবাসপ্রধানের বাসভবনে নিয়ে যাওয়া হয়।

কর্মকর্তাদের দাবি,খাশোগির মরদেহ লাপাত্তা করার কাজটি করেন ১৫ সদস্যের সৌদি ঘাতক দলের অন্যতম তিন সদস্য মাহির মুতরিব,সালাহ তুবেগি ও তাহার আল হারবি।

তাদের মধ্যে মাহির মুতরিব সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ঘনিষ্ঠ হিসেবে বেশ পরিচিত ছিলেন।যুবরাজের সঙ্গে বিভিন্ন সফরে তাকে সফর সঙ্গী হিসেবে যেতে বলে অনেকেরই দাবি।