চা বাগান থেকে জখম স্ত্রী চিতাবাঘ উদ্ধার
দেবজ্যোতি মুখার্জি
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:৫৪ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার
চা বাগান থেকে চাবাগানের শ্রমিকদের তৎপরতায় একটি দেড় মাসের স্ত্রী চিতাশাবকের প্রান বাঁচান গেল।ঘটনাটি মাল মহকুমার যোগেশচন্দ্র চা বাগানের।ঐ বাগানের ম্যনেজার জানান যে সকালে শ্রমিকরা কাজ করার সময় গাছে চড়ে শিরিশ গাছের বীজ সংগ্রহ করছিল।সেই সময় তারা লক্ষ্য করেন যে ঝোঁপের মধ্যে একটি চিতাবাঘ যন্ত্রনায় ছটপট করছে তারা দ্রুত বাগানের ম্যানেজারকে খবর দেয়।ম্যানেজার আপালচাঁদ রেঞ্জ অফিস ও মাল বন্যপ্রানী শাখায় খবর দিলে দ্রুত তারা ঘটনাস্থলে পৌছে যান। এরপর জাল দিয়ে চিতা শাবকটিকে ধরা হয়।মাল বন্যপ্রানী রেঞ্জার বিভুতি রঞ্জন দাস ও আপালচাঁদ রেঞ্জার কাজী সাহাবুদ্দিন বলেন বাগানের শ্রমিকদের তৎপরতায় দেড় মাসের স্ত্রী চিতাবাঘের শাবকটিকে উদ্ধার করা সম্ভব হল।এ জন্য বাগান কতৃপক্ষ ও শ্রমিকদের ধন্যবাদ জানান।চিতাশাবকটিকে চিকিৎসার জন্য লাটাগুড়ী রেসকিউ সেন্টারে পাঠান হয়েছে। বর্তমানে সেটি সেখানে চিকিৎসাধীন।