জঙ্গলে জ্বালানি কাঠ সংগ্রহে গিয়ে হাতির আক্রমণে মৃত ১ জখম
সংবাদদাতা
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৭:০৬ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার
জঙ্গলে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে বুনো হাতির আক্রমণে মারা গেল এক মহিলা। জখম আরও দুই মহিলা। বৃহস্পতিবার বিকালে ঘটনাটি ঘটে গরুমারা সাউথ রেঞ্জের ধুপঝোড়া বিট এলাকার বনাঞ্চলে। মৃতার নাম দীপা রায় (৪০)। জখম হন চিত্তবালা রায় ও সোনাবালা রায় নামের দুই মহিলা। সবার বাড়ি দক্ষিণ ধুপঝোড়ার কায়েত পড়ায়। স্থানীয় সুত্রে জানাগেছে, এদিন বিকালে একদল মহিলাদের সাথে এই তিন মহিলা জঙ্গলে জ্বালানি কাঠ সংগ্রহে যায়। কাঠ সংগ্রহের সময় আচমকা এক বুনো দাঁতালের সামনে পড়ে যায়। অন্যান্যরা পালাতে সক্ষম হলেও এই তিন জন হাতি সামনে পড়ে যায়। বুনো দাঁতাল তিন জনকে আক্রমণ করে। ঘটনা স্থলে দীপা রায়কে পিসে মারে। অন্য দুই মহিলা জখম অবস্থায় পালাতে সক্ষম হয়।পরে বনকর্মী ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে। সোনাবালা রায়ের জখম গুরুতর থাকায় তাকে মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। চিত্তবালা রায় মাল হাসপাতালে চিকিৎসা ধীন। গরুমারা সাউথ রেঞ্জের রেঞ্জার অয়ন চক্রবর্তী জানান, ঘটনাট এদিন বিকালে ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে বনকর্মীরা পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। অন্যদুই জন পালতে সক্ষম হলেও পরে তাদের উদ্ধার করা হয়। পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে এসে তাদের নিয়ম অনুযায়ী কাজ শুরু করেছ।