মাধ্যমিক প্রশ্ন ফাঁস কাণ্ডে অভিযুক্তদের শাস্তির দাবি
পুষ্পপ্রভাত ডেস্ক
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:৪৫ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২০ বুধবার
মাধ্যমিক প্রশ্ন ফাঁস কাণ্ডে অভিযুক্তদের শাস্তির দাবি
মাধ্যমিকের প্রথম পরীক্ষায় প্রশ্ন পত্র ফাঁসের ঘটনায় যুক্ত ছাত্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানালো তৃনমূল ছাত্র পরিষদ।পাশাপাশি এই ধরণের ঘটনা যাতে পুনরায় না ঘটে তার জন্য পরীক্ষাথীদের সচেতনও করা হচ্ছে।মঙ্গলবার মাধ্যমিকের দ্বিতীয় পরীক্ষার দিনে টি এম সি পির তরফে পূর্ব বাতাবাড়ি সি এম উচ্চ বিদ্যালয়ে আসা পরীক্ষাথীদের কলম,জলের বোতল ও চকলেট দিয়ে শুভেচ্ছা জানানো হয়।টি এম সি পির মেটেলি ব্লক সভাপতি দেবরাজ দাস বলেন,মাধ্যমিকের প্রশ্ন পত্র ফাঁস যাতে আর না হয় তার জন্য এদিন পরীক্ষাথীদের সচেতন করা হয়।প্রথম পরীক্ষায় যে পরীক্ষাথী প্রশ্ন পত্র ফাঁস করেছে তার বিরোদ্ধে ব্যাবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তিনি।এদিন পড়ুয়াদের হাতে ওই সকল সামগ্রী তুলে দেন জেলা পরিষদ সদস্যা সীমা সরকার, পঞ্চায়েত সমিতির সদস্য উইলিয়াম টিরু, সোনা সরকার, বেবিনা ইয়াসমিন সহ টি এম সি পির সদস্যরা।