অনাবাসিকদের জন্য জুমা নামাজ নিষিদ্ধ তাজমহলে
জাগরণ ডেস্ক
দৈনিক জাগরণ
প্রকাশিত : ০২:০৯ পিএম, ৫ নভেম্বর ২০১৮ সোমবার
যারা ভারতের নাগরিক নন তাদের জন্য তাজমহলের মসজিদে জুমার নামাজ পড়া নিষিদ্ধ করেছে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ (এএসআই )।
এএসআই (আগ্রা সার্কেল) বলছে,‘অনাবাসিকরা তাজমহলের মসজিদে শুক্রবারের নামাজ পড়তে পারবে না বলে গত জুলাইয়ে স্থানীয় প্রশাসন যে নিষেধাজ্ঞা জারি করেছিল,তা বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট।তারা সুপ্রিম কোর্টের রায় বাস্তবায়ন করেছেন মাত্র।তবে শুক্রবারের নামাজে স্থানীয়রা অংশ নিতে পারবেন’। খবর টাইমস অব ইন্ডিয়ার।
প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ জানিয়েছে,যেহেতু শুক্রবার তাজমহল বন্ধ থাকে তাই স্থানীয়রাই শুধু শুক্রবারের নামাজ পড়তে পারবে।এজন্য তাদের কোনো প্রবেশ ফি দিতে হবে না।তবে নামাজ অবশ্যই দুইটার মধ্যে শেষ করতে হবে।আর অন্যান্য দিনে যেসব দর্শনার্থী টিকিট কেটে তাজমহল পরিদর্শন করতে ঢুকবেন তারা নামাজ পড়তে পারবেন।
এরইমধ্যে এ নিষেধাজ্ঞা কার্যকরের অংশ হিসেবে অজুর জায়গা ‘বাজু ট্যাংক’-এ তালা ঝুলিয়ে দিয়েছে এএসআই।
তাজমহল ইনতেজামিয়া কমিটির সভাপতি সাইয়েদ ইব্রাহিম হোসেন জাইদি টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন,‘বহু বছর ধরে মসজিদটিতে নামাজ হয়। নামাজ বন্ধ করার উদ্যোগ আগে কেউ গ্রহণ করেনি।অথচ বর্তমানে কেন্দ্র ও রাজ্য সরকার উভয়ই ‘মুসলিম বিদ্বেষী’।বিষয়টি নিয়ে আলোচনা করতে সোমবার প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন বলে তিনি জানান।
উল্লেখ্য, বহিরাগতরা বিশেষ করে বাংলাদেশি ও অ-হিন্দুরা শুক্রবারের নামাজের সূত্র ধরে তাজমহলে প্রবেশ করছেন।
এই অভিযোগের পরিপ্রেক্ষিতে চলতি বছরের জানুয়ারিতে আগ্রার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ‘‘অনাবাসিকরা তাজমহল মসজিদে শুক্রবারের নামাজ পড়তে পারবেন না’’ বলে নিষেধাজ্ঞা জারি করেন।