সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

মাশরাফিকে টপকে গেলেন তাইজুল

দৈনিক জাগরণ

প্রকাশিত : ০২:০৩ পিএম, ৫ নভেম্বর ২০১৮ সোমবার

সিলেট টেস্টের তৃতীয় দিনের লাঞ্চ বিরতির পর সিকান্দার রাজাকে বোল্ড করার সাথে সাথে টাইগার স্পিনার তাইজুল ইসলাম এক নতুন উচ্চতায় উঠে এসেছেন। মাশরাফি বিন মুর্তজাকে ছাড়িয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ উইকেটের মালিক বনে গেছেন তিনি।

সোমবার (৫ নভেম্বর) জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসে ব্র্যান্ডন টেলরের উইকেট তাইজুল নিয়েছিলেন লাঞ্চের আগে। লাঞ্চের পর জেন তিনি আরও ভয়ানক হয়ে ওঠেন। তার বলে শেন উইলিয়ামস রিভার্স সুইপ করতে গিয়ে তাইজুলের বলে বোল্ড হন। ঠিক পরের বলেই তাইজুলের বলে পিটার মুর শর্টে দাঁড়িয়ে থাকা লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফিরলে তাইজুলের হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি হয়। 

তাইজুলের পরের ওভারের করা প্রথম বলটি সিকান্দার রাজা ঠেকিয়ে দিয়ে তাইজুলকে হ্যাটট্রিক বঞ্চিত করেন। যদিও তাইজুল পরের বলেই রাজার মিডল স্টাম্প উপড়ে ফেলে দেন। তাতে করে তিনি মাশরাফিকে ছাড়িয়ে যান। তার ওপরে এখন শুধু রয়েছেন সাকিব আল হাসান এবং মোহাম্মদ রফিক। অর্থাৎ টেস্টে সর্বাধিক উইকেট শিকারি ৩ বাংলাদেশী ক্রিকেটারই বামহাতি স্পিনার। 

এর আগে রবিবার (৪ নভেম্বর) জিম্বাবুয়ের রেজিস চাকাভার উইকেট নিয়ে তিনি পেসার শাহাদাত হোসেনকে টপকে বাংলাদেশের টেস্ট ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ উইকেটের মালিক হয়েছিলেন তাইজুল।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সেরা ৫ টেস্ট উইকেট শিকারীদের তালিকা 

সাকিব আল হাসান    -  ৫৩ টেস্টে ১৯৬ উইকেট
মোহাম্মদ রফিক        - ৩৩  টেস্টে ১০০ উইকেট
মাশরাফি বিন মর্তুজা  - ৩৬ টেস্টে ৭৮ উইকেট
তাইজুল ইসলাম         -  ২০* টেস্টে৭৯ উইকেট (প্রতিবেদন লেখা পর্যন্ত)
শাহাদাত হোসেন        - ৩৮ টেস্টে ৭২ উইকেট