লোকপুর পঞ্চায়েত মাধ্যমিক পরীক্ষার্থীদের জলের বোতল, কলম দিল
সেখ রিয়াজউদ্দিন
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:৩৭ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার
: জীবনের প্রথম গুরুত্বপূর্ণ পরীক্ষায় পরীক্ষার্থীদের পাশে দাঁড়ানো তথা উৎসাহ প্রদানের জন্য বীরভূম জেলার লোকপুর পঞ্চায়েতের পক্ষ থেকে জলের বোতল,কলম দিয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জ্ঞাপন করেন লোকপুর গ্রাম পঞ্চায়েত প্রধান টুকুরানী মন্ডল। প্রধান কে সহযোগিতা করতে এগিয়ে আসেন স্থানীয় তৃণমূল কংগ্রেসর পক্ষে দেবদাস নন্দী, পিয়ার মোল্লা, দীপক শীল,সেখ শিশুল , শিক্ষক সেখ জুলফিকার আলী প্রমুখ। প্রধান সহ প্রতিনিধি দল স্কুলে গিয়ে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জ্ঞাপন ও নির্বিঘ্নে শান্ত হয়ে পরীক্ষা দেয়ার অভয় দেন। স্কুল চত্বর থেকে নিয়মমাফিক দূরত্ব বজায় রেখে পরীক্ষার্থীর অভিভাবকদের বসার জন্য প্যান্ডেল ও জলসত্রের ব্যাবস্থা করা হয়েছে, সেসমস্ত বিষয়ে এক সাক্ষাৎকারে জানান স্থানীয় সমাজসেবী তথা শিক্ষক সেখ জুলফিকার আলী। লোকপুর উচ্চ বিদ্যালয়ে লক্ষ্মীনারায়ণ পুর,রুপুষপুর, ও নাকড়াকোন্দা বিদ্যালয় থেকে আগত পরীক্ষার্থীদের অভিভাবকরা স্থানীয় গ্রাম পঞ্চায়েতের এরূপ ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।