বীরভূম জেলা পুলিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের কলম ও জল দিল
সেখ রিয়াজউদ্দিন
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:৩২ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার
বীরভূম
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ২০২০ সালের মাধ্যমিক পরীক্ষা আজ থেকে শুরু। সেই উপলক্ষে বীরভূম জেলা পুলিশের উদ্যোগে ও লোকপুর থানার ব্যবস্থাপনায় পরীক্ষার্থীদের শুভেচ্ছা জ্ঞাপন ও উৎসাহ প্রদানের জন্য সকল পরীক্ষার্থীদের হাতে জলের বোতল,কলম তুলে দেন লোকপুর থানার এসআই প্রশান্ত শিকদার। লোকপুর উচ্চ বিদ্যালয়ে লক্ষ্মীনারায়ণ পুর,রুপুষপুর, ও নাকড়াকোন্দা বিদ্যালয় থেকে আগত পরীক্ষার্থীদের অভিভাবকরা স্থানীয় লোকপুর থানার উদ্যোগে পরীক্ষার্থীদের হাতে জলের বোতল কলম তুলে দেওয়ায় পুলিশের প্রশংসা করেন।
এদিন পরীক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন এস আই প্রশান্ত শিকদার, ভিলেজ পুলিশ মুসলেউদ্দিন খান, ভিলেজ পুলিশপ্রশান্ত দাস সহ সিভিক ভলিন্টিয়াররা।
অন্যদিকে এই কেন্দ্রের অধীনে নাকড়াকোন্দা পরীক্ষা কেন্দ্রে ও অনুরূপভাবে লোকপুর থানার পক্ষে এ এস আই সুবোধ মুখার্জী মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে জলের বোতল ও কলম তুলে দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন।