কালিয়াচক পোস্ট অফিস অহেতুক বন্ধ থাকায় চরম ভোগান্তিতে স্থানীয়রা
আলমগীর খান ,কালিয়াচক মালদা
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৮:১৬ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার
কালিয়াচক পোস্ট অফিসে প্রায় এক সপ্তাহ থেকে পোস্টের কাজ কাজ বন্ধ হয়ে আছে নাকাল কালিয়াচকের সাধারন মানুষ।।কালিয়াচক পোস্টের পোস্ট মাস্টার কে কালিয়াচকের সাধারন মানুষ প্রশ্ন করলে পোস্ট মাস্টার বলছেন "আমার কিছু করার নেই,আমি আপনাদের জন্য বসে নেই"।।এই নিয়ে গতকাল তুমুল বিক্ষোভ দেখা যায় পোস্ট অফিসে।।নতুন আলো পক্ষে এক স্বেচ্ছাসেবী সংগঠন এর প্রতিষ্ঠাতা আলমগীর খান ছুটে যান কালিয়াচক পোস্ট অফিসে গিয়ে পোস্ট মাস্টারের সাথে কথা বলতে চাইলে তিনি প্রথমে চিৎকার করতে শুরু করেন।।পরে আলোচনায় বসতে চাইলে, আলমগীর বাবুরা ডেপুটেশন তুলে দেন পোস্ট মাস্টারের হাতে।।আলমগীর বাবু জানান " এর আগেও বহুবার এই একই রকম জিনিস দেখা গিয়েছে এই পোস্ট অফিসে স্পিড পোস্ট করা যায় না বা কোনো রকম স্ট্যাম্প এইখানে পাওয়া না,মালদা যেতে বলেন গ্রাহকদের,আমি নিজেও এই একই জিনিস ফেস করেছি বহুবার এর আগেও জানিয়েছি কিন্তু কোনো ফল পাওয়া যায় নি,এইখানকার পোস্ট মাস্টার শুধু বলেন মালদা গিয়ে কমপ্লেন করে আসুন,আমার হাতে কিছু নেই?তাহলে আমাদেরই যদি কমপ্লেন করতে হয় তাহলে উনারা কি শুধু মাসে টাকা গুনতে বসে আছেন?!টাকা লেনদেন হচ্ছে ঠিক কিন্তু সামান্য এই পরিষেবা যদি মানুষ না পায় তাহলে খোলার মানে কি?উনি খুব বাজে ব্যাবহার করেন কালিয়াচকের জনসাধারণের সাথে এরকম বহু অভিযোগ আছে আমাদের কাছে পোস্ট মাস্টারের নামে পর্যাপ্ত পরিমাণ স্টাফও নেই এইখানে।।পোস্ট অফিস খুলে সকাল ১০টায় কিন্তু স্টাফ আসে সকাল ১১টায় কেউ ১২টায়।। উনাকে প্রশ্ন করলেই বলেন আমি কিছু জাননা।।আজ আমরা নতুন আলো পক্ষ থেকে ডেপুটেশন দিলাম যেন তাড়াতাড়ি পরিষেবা মানুষ পায়,নাহলে এরপর পোস্ট অফিসের মধ্যে ধর্নায় বসতে বাধ্য হবো।।